বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দিল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ে আদালতকক্ষ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দিল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ে আদালতকক্ষ। বিচারপতি সকলেই শান্ত থাকতে অনুরোধ করেন। যদিও আগেই ছেলে সজীব ওয়াজেদ জয় এই আশঙ্কাই করেছিলেন। তিনি বলেছিলেন তাঁর মা হাসিনাকে সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড দিতে পারে বাংলাদেশ সরকার। তবে বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রায় কার্যকর করতে পারবে না বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশ সরকার। অন্য অভিযুক্ত পুলিশ অফিসার আল - মামুন- কিছু ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
তিনটি ধারায় হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এক উস্কানি দেওয়া। দুই হত্যার নির্দেশ দেওয়া ও তিন- দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিস্ক্রিয় করে রাখা। আদালত থেকে বেরিয়ে সরকারপক্ষের আইনজীবী জানিয়েছেন, পলাকত হওয়ায় রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন না হাসিনা। তবে রায়ের কপি তুলে দেওয়া হবে ভারত সরকারের হাতে।
বিচারপতি বলেন, হাসিনা, আসাদুজ্জামান এখনও পলাকত। বারবার পরোয়ানা জারি করার পরেও তারা আত্মসমর্পণ করেননি. তাদের বিরুদ্ধ ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। সংখ্যাটা নেহাত কম নয়। দুজনেই শাস্তি হওয়া দরকার। কোনও কোনও সাক্ষাৎকারে হাসিনা নির্দেশের দায়ও স্বীকার করেছেন। বিচারপতি আরও বলেছেন আল - মামুন রাজসাক্ষী। আর সেইজন্যই তাঁর সাজা কিছুটা হলেও মাপ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর জুলাই-আগস্টের অস্থিরতার সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচারপতি মহম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার দুপুর থেকেই রায় ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে। গোটা ঢাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে বাড়ান হয়েছে নিরাপত্তা।
সবিস্তারে আসছে...
