সংক্ষিপ্ত
শেখ হাসিনাকে দুর্নীতির মামলায় বিচারের জন্য ভারত থেকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার দিল্লিতে নোট ভারবাল পাঠিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার পর ভারতে অবস্থান করছেন বলে খবর।
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানাল বাংলাদেশের ইউনুস প্রশাসন। দিল্লিকে চিঠি দিল বাংলাদেশের ইউনুস প্রশাসন। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। ঢাকা থেকে দিল্লিতে এনিয়ে নোট ভারবাল বার্তা পাঠানো হয়েছে বলে খবর।
গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি সাময়িকভাবে ভারতে আসেন হবেল খবর। এৎপর থেকে বার বারই বাংলাদেশের তরফে হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। এবার হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ চিঠি দিল ভারতকে।
এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, ‘আমরা এটি নিশ্চিত করছি যে আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি নোট ভারবাল আমরা পেয়েছি। প্রত্যর্পণ সংক্রান্ত একটি অনুরোধ ব্যাপারে। এই সময় এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছু নেই।’
প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলনের জেরে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ছাড়ার পর থেকেই সমস্যায় পড়ে যায় আওয়ামি লীগের নেতা কর্মীরা। সেই সঙ্গেই হাসিনার বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে বিএনপি নেতৃত্ব। সঙ্গে একের পর এক ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে বাংলাদেশের তরফে।
হাসিনা ও তার পরিবারকে চাপে ফেলতে চেষ্টা করছে বাংলাদেশ- এমনই খবর সর্বত্র। গত ১৭ অক্টোবর জুলাই-অগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাজের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি হয়েছিল বলে খবর। সে যাই হোক, এবার একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছে বর্তমান বাংলাদেশ। ভারতে ভারবাল নোট পাঠিয়ে হাসিনাক ফেরত চাইল বাংলাদেশ সরকার।