সংক্ষিপ্ত
Bangladesh general election: বুধবার চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। তার আগেই ইউনুস জানিয়ে দিলেন কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন (Bangladesh general election)।
Bangladesh general election: বুধবার চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। তার আগেই ইউনুস জানিয়ে দিলেন কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন (Bangladesh general election)। বুধবার বাংলাদেশের সাধারণ নির্বাচন। আর সেই দিনই দুই দিনের জন্য চিন সফরে যাচ্ছেন মহম্মদ ইউনুস।
বেজিং-এ রওনা দেওয়ার আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই সময়ই তিনি জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুন মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, 'আমরা চাই নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক। বাংলাদেশের ইতিহাসে সবথেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এটাই হোক। নির্বাচন কমিশন সবধরনের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শুরু করেছে।' তিনি জুলাইলের ঘটনার কথাও উল্লেখ করেন। বলেন, 'জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্যে দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল। সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় রয়েছি।'
গত বছর ১৬ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছিল। প্রধান হিসেবেই দায়িত্ব নেন মহম্মদ ইউনুস। কিন্তু বর্তমানে সেনার সঙ্গে আন্দোলনকারী যুব নেতাদের দূরত্ব বাড়ছে। এই অবস্থায় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের গুঞ্জন শুরু হয়েছে। সেনার পক্ষ থেকেও বারবার সাধারণ নির্বাচনের পক্ষেই সওয়াল করা হচ্ছে। সেনার পক্ষ থেকে এবার বলা হচ্ছে, দ্রুত বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে যাওয়া উচিৎ। বিজয় দিবসের বক্তৃতাতেও ইউনুস বলেছিলেন, 'সব শর্ত পুরণ করলে ২০২৫ -এর শেষ থেকে ২০২৬ -এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন করা যেতে পারে।' এবারও নিজের বার্তায় অটল রইলেন অন্তর্বর্তী প্রধান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।