সংক্ষিপ্ত

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে গত ২ মাসে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুপ্রবেশের ভিডিও।

পাটক্ষেতে জল ভর্তি। তার মধ্যে দিয়েই হেঁটে ভারতে অনুপ্রবেশ করল এক বাংলাদেশী ইউটিউবার। হাঁটতে হাঁটতে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে কাঁটাতারের একদম সামনে পৌঁছে গেল এই অনুপ্রবেশকারী। সে কাঁটাতার ধরে দাঁড়িয়ে থাকা এক শিশুর সঙ্গে কথাও বলল। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের দেখে লুকিয়ে পড়লেও, তার মধ্যেই ভারতের গ্রামের ভিডিও তুলল এই বাংলাদেশী ইউটিউবার। সে অবাধে 'নো ম্যানস ল্যান্ড' পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল। সগর্বে সে দাবিও করল, 'বিএসএফ দেখলেই গুলি করে দেবে। সেই ভয় আছে। কিন্তু আমি প্রায়ই এসে ভিডিও তুলি।' এউ ইউটিউবার স্বীকার করল, এভাবে ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পেরনো বেআইনি। তা সত্ত্বেও সে এই কাজ করে চলেছে। বাংলাদেশের অনেকে সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত বলেও দাবি করল এই ইউটিউবার।

সীমান্তরক্ষী বাহিনী কী পাহারা দিচ্ছে?

পেট্রাপোল সীমান্ত দিয়েই বেশিরভাগ মানুষ ভারত-বাংলাদেশে যাতায়াত করেন। এই কারণে বনগাঁর এই সীমান্তে কড়া নজরদারি আছে। নদিয়া জেলার গেদে সীমান্ত দিয়েও অনেকে যাতায়াত করেন। ফলে গেদে সীমান্তেও কড়া পাহারা আছে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্তে এমন অনেক জায়গা আছে, যেখান দিয়ে সহজেই অনুপ্রবেশ করা যায়। এই ইউটিউবার এক নালার কাছে পৌঁছে গিয়েছিল। সেই নালা জলে ভর্তি বলে তার পক্ষে ভারতে অনুপ্রবেশ করা সম্ভব হল না। অন্য সময় হলে এই নালা দিয়েই সে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারতে প্রবেশ করতে পারত। পাটক্ষেতের মধ্যে এতদূর সে কীভাবে চলে আসতে পারল, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি কি শিথিল?

 

 

কোন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ?

বাংলাদেশের এই ইউটিউবার কোন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে, সেটা স্পষ্ট নয়। তবে নদিয়া জেলায় পাটের চাষ বেশি হয়। ফলে গেদে সীমান্তের কাছাকাছি কোনও জায়গা দিয়ে অনুপ্রবেশ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাসপোর্ট-ভিসা ছাড়াই বিনা বাধায় মেঘালয়ে অনুপ্রবেশ! ভাইরাল বাংলাদেশের ইউটিউবারের ভিডিও

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ রুখতে প্রস্তুত সেনা, এলওসি-তে স্মার্ট বেড়া

রাতের অন্ধকারে কাশ্মীরে গুলির লড়াই, পাক জঙ্গিদের অনুপ্রবেশ বানচাল করতে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় সেনা