সংক্ষিপ্ত

বাংলাদেশ ইস্যু নিয়ে ফেসবুকে লেখার আগে সাবধান! যেকোনও সময় ফোন করতে পারে পুলিশ, কড়া নজর রাখছে লালবাজার

বাংলাদেশ নিয়ে ফেসবুকে কিছু লেখার আগেই সাবধান। কারণ আপনার উপরে সতর্ক নজর রাখছে লালবাজার। নিজে সতর্ক না হলেই আসতে পারে লালবাজারের ফোন।

তাই আবেগের স্রোতে গা ভাসিয়ে কোনও কিছু সাত-পাঁচ না ভেবেই সমাজ মাধ্যমে পোস্ট করাটা বন্ধ করতে হবে।

এমনিতেই দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ। আন্দোলন থামেনি এখনও। সেই আঁচ পড়তে পারে ভারতেও। তাই যথাযথ ব্যবস্থা নিতে চায় প্রশাসন।

দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনার পদত্যাগের পরে অত্যন্ত সাবধানী পদক্ষেপ নিয়েছেন মমতা।

যাতে বাংলাদেশের ব্যাপরে রাজ্যের কোনও মন্ত্রী নেতা মুখ না খোলেন সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন তিনি। এ ছাড়াও শহরের বুকে যাতে কোনও গুজব না ছড়ায় সে দিকেও কড়া পদক্ষেপ নেবে লাল বাজার।

গতকাল থেকেই বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের উপরে কড়া নজর রাখছে লালবাজারের সাইবার সেল।

ইতিমধ্যেই এই সংক্রান্ত ছবি পোস্ট করার কারণে সতর্ক করা হয়েছে প্রায় ২৫০ জনকে। এই ধরনের লেখা ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার তরফে।

কোনও ভাবেই যাতে নৈরাজ্যের আঁচ এপার বাংলাতে না পড়ে তার জন্যই কড়া ভূমিকা নিচ্ছে লালবাজার। বাংলাদেশ ইস্যুতে এমনিতেই তুমুল সতর্কতা বেড়েছে রাজ্যে। সীমান্ত এলাকায় কড়া হয়েছে নজরদারী 
। বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে জলসীমাতেও। এবার সামাজিক মাধ্যমেও যাতে কেউ কোনও উস্কানিমূলক পোস্ট না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখছেন লালবাজার।