সংক্ষিপ্ত
বাংলাদেশে তথাকথিত গণতন্ত্র ফেরাতে আগ্রহী বিএনপি। কিন্তু এখনই নির্বাচনের পথে হাঁটতে নারাজ জামাত-ই-ইসলামি। এ বিষয়ে একদা দুই শরিক দলের দ্বন্দ্ব প্রকট হয়ে গিয়েছে।
বাংলাদেশে গত কয়েক মাস ধরে নির্বাচিত সরকার নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আছেন মহম্মদ ইউনূস। নির্বাচনের পর নতুন সরকার গঠন হলেই তাঁকে সরে যেতে হবে। কিন্তু অদূর ভবিষ্যতে কি বাংলাদেশে নির্বাচন হবে? এখনই সেই পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এখনই নির্বাচন চাইছে। কিন্তু একসময় বাংলাদেশের জোট সরকারে বিএনপি-র শরিক দল জামাত-ই-ইসলামি এখনই নির্বাচন চাইছে না। নির্বাচন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসে গিয়েছে। দুই রাজনৈতিক দলের এই দ্বন্দ্বে অবশ্য ইউনূসের হাসি চওড়া হচ্ছে। তিনি আরও কিছুদিন অপ্রত্যাশিতভাবে পাওয়া ক্ষমতা ভোগ করার সুযোগ পাচ্ছেন।
ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি
ইউনূস ও তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদে থাকা কর্তাব্যক্তিরা আপাতত বাংলাদেশে নির্বাচন চাইছেন না। কিন্তু দেড় দশক পর ক্ষমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে না বিএনপি। এই কারণে দ্রুত নির্বাচন চেয়ে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি। খালেদার ছেলে তথা বিএনপি কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি, তবে দেশের কোনও কিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যা–ই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে। এর কোনও বিকল্প নেই। এই লক্ষ্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব।' বিএনপি-র ভার্চুয়াল বৈঠকে নির্বাচন নিয়ে নিজেদের দাবি স্পষ্ট করে দিয়েছেন তারেক জিয়া। কিন্তু সহমত নয় জামাত।
ইউনূসকে সময় দেওয়ার পক্ষে জামাত
বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন নিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, 'অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে নির্বাচনের আয়োজন করুক, আমরা চাই না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেব। অন্তর্বর্তী সরকার অনেকগুলি সংস্কারের কাজে হাত দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আমরা আশা করছি।'
বাংলাদেশে ফিরতে পারবেন আওয়ামি লিগ?
বাংলাদেশে নির্বাচন নিয়ে বিএনপি ও জামাতের এই দ্বন্দ্বের মধ্যেই ফের প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামি লিগ। একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে শেখ হাসিনার দল। তবে ক্ষমতা হারানোর কয়েক মাসের মধ্যেই আওয়ামি লিগ জনসমর্থন ফিরে পাবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ! মোটা টাকার তহবিল বন্ধ করার সিদ্ধান্ত ট্রাম্পের
বাংলাদেশে হাসিনা সমর্থকদের উপর ইউনুস সরকারের কঠোর ব্যবস্থা, কী চলছে বাংলাদেশে?