সংক্ষিপ্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধ্বনি দূষণের বিরুদ্ধে ছাত্রীরা অভিনব প্রতিবাদ করেছে। উপাচার্যের বাড়ির সামনে বলিউড গানে নাচ করে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
বাংলাদেশে হিন্দুদের উপর হামলা থেমে নেই। ভারতের প্রতিবাদের পরও উগ্রপন্থীরা হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মন্দির ভাঙচুর অব্যাহত। এরই মধ্যে এই ইসলামিক দেশে ছাত্র-ছাত্রীদের নতুন কীর্তিকলাপ শিরোনামে। ঢাকায় বাংলাদেশে ছাত্রদের একটি দল ধ্বনি দূষণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আপত্তিকর বিক্ষোভ শুরু করেছে।
বলিউড গানে নাচলেন বাংলাদেশি ছাত্রীরা
@iSoumikSaheb এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে ঢাকার ছাত্র-ছাত্রীদের রাস্তায় বলিউড গানে নাচতে দেখা যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে এই অশোভন কাজটি করছিল। মেয়েরা স্বপ্না চৌধুরীর বিখ্যাত গান "তেরি আঁখিয়া কা ইয়ে কাজল" গানে নাচছিল। এরপর স্পিকারে বজরঙ্গি ভাইজানের গান "আজ কি পার্টি মেরি তরফ সে" বাজতে শুরু করে, এতে ছাত্র-ছাত্রীরা একসঙ্গে নাচতে শুরু করে।
কী ঘটনা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের এই মেয়েরা কেন এমন করছে, এই ভিডিওতে করা এক মন্তব্য থেকে জানা যায়। মন্তব্যটিতে বলা হয়েছে, "ছাত্র-ছাত্রীরা তাদের হস্টেলের বাইরে শব্দের ব্যাপারে অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীরা উপাচার্যের বাড়ির সামনে লাউডস্পিকার বসিয়েছে।"
উপাচার্যকে শিক্ষা দিতে ছাত্রীরা সীমা অতিক্রম করল
একটি টুইটে দাবি করা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাকি মহিলা হলের কাছে ধ্বনি দূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, তাই ছাত্রীরা উপাচার্যের বাড়ির সামনে লাউডস্পিকার বসিয়েছে।” বাংলাদেশে ছাত্রদের উগ্র বিক্ষোভের কারণেই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।