সংক্ষিপ্ত

আদালতেই প্রাক্তন মন্ত্রীকে ধরে বেধড়ক মার! চড়, ঘুষি, গনপ্রহার, ফের উত্তপ্ত বাংলাদেশ

আদালতেই প্রাক্তন মন্ত্রীকে ধরে মার! ভয়ঙ্কর গনপ্রহার। মৃত্যু ভয়ে আতঙ্কিত দীপু মণি। বাংলাদেশের অন্যতম মহিলা নেত্রী দীপু। তাঁর সাড়া বিশ্বেই পরিচিতি রয়েছে। হাসিনা সরকারের আমলে কখনও বিদেশ তো কখনও শিক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি।

৫ অগাস্ট রক্তাক্ত ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেক হাসিনা। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। বাংলাদেশে এখন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বতীকালীন সরকার।

ছাত্র আন্দোলন দমনে হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তেমনই একটি মামলায় অভিযুক্ত দীপু মণি। বর্তমানে পুলিশি হেফাদতে আছেন তিনি। এ ছাড়াও হেফজতে নেওয়া হয়, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

সোমবার দুই মন্ত্রীকেই জেরা করা হয়। এ দিন আদালতে তোলার পর চরম বিক্ষোভ শুরু হয় আইনজীবীদের মধ্যে। পুলিশের পাহারা থাকা সত্ত্বেও লাগাতার চড়, ঘুষি মারা হয় দীপু মণিকে। হেলমেট থাকায় কোনও মতে মাথায় আঘাত পাওয়ার থেকে বেঁচেছেন প্রাক্তন মন্ত্রী।

এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রের সুলতান সোহাগ উদ্দিনের এজলাসে ভয়ে কাঁপতে দেখা যায় দীপু মণিকে। তাঁর ফাঁসি চেয়ে আপিল করা হয়েছে।