সংক্ষিপ্ত

বাংলাদেশে হিংসাত্মক আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আপাতত ভারতে আছেন। তবে কতদিন হাসিনা এদেশে থাকবেন সেটা স্পষ্ট নয়।

ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয়েছে, ক্ষমতা হারাতে হয়েছে। আর কোনওদিন বাংলাদেশে ফিরতে পারবেন কি না সন্দেহ। তবে দেশ ছাড়ার পর সেই ছাত্রদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খোলা চিঠিতে লিখেছেন, 'তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা। আমি তা হতে দিইনি। লাশের মিছিল যাতে দেখতে না হয় শুধুমাত্র সেই কারণেই আমি পদত্যাগ করেছি। ক্ষমতা দিয়ে এসেছি। আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর মার্কিন যুক্তরাষ্ট্রে হাতে ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হোয়ো না।'

ছাত্রহত্যার বিচারের পক্ষে হাসিনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে, তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হত। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি। তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি।'

আওয়ামি লিগ কর্মীদের আশাহত না হওয়ার বার্তা হাসিনার

দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাসিনা বলেছেন, 'আমার কর্মীরা কেউ মনোবল হারাবেন না। আওয়ামি লিগ বারবার উঠে দাঁড়িয়েছে। আপনরাই দাঁড় করিয়েছে। আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব। পরাজয় আমার হয়েছে। কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। আমি আমারক কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই. আমি কখনওই তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। ওইদিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল সুবিধা নিয়েছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক সরকার,' আর্জি আরএসএস-এর

শীতলকুচি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় শয়ে শয়ে বাংলাদেশী, সতর্ক বিএসএফ

YouTube video player