- Home
- World News
- Bangladesh News
- শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ
শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া শেষ। তবে রায় সংরক্ষণ করেছে আদাল। বিচার চলছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রায় কবে ঘোষণা হবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর।

বাংলাদেশের জুলাই বিপ্লব
বাংলাদেশের জুলাই বিল্পবের পর কেটে গেছে এক বছরেরও বেশি সময়। সেই থেকেই দেশ ছাড়়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে পলাতক ঘোষণা করেছে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার। তাঁকে পলাকত ঘোষণা করে তাঁর বিরুদ্ধে বিচারও শুরু করেছিলেন সেদেশের সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছিল বিচার।
শুনানি শেষ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্চ্রী শেখ হাসিনার বিচার চলছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশ সরকার বৃহস্পতিবার জানিয়েছে হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি পর্ব শেষ হয়েছে। মামলাটি চলছিল তিন বিচারপতির বেঞ্চে। বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতি মোহম্মদ গোলাম মর্তুজা- তিনি বেঞ্চের প্রধান সদস্যরা। বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ, বিচারক মোহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় অভিযুক্ত
এই মামলায় হাসিনা-সহ তিন জন অভিযুক্ত। বাকি দুই জন হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইডি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন এই মামলায় নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। যার অর্থ রায় ঘোষণা করা হবে হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে।
সমাপ্তি বক্তব্য
বৃহস্পতিবার আদালতে সওয়াল জবাব পর্বের সমাপ্তি বক্তব্য পেশ করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনালের মোহম্মদ আসাদুজ্জামান। হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদাণ্ডের দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশের ঘোষণা দুই পলাতক অভিযুক্ত হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আমির হোসেন। তিনি দুজনেরই খালাসের পক্ষেই সওয়ান করেন।
রায় ঘোষণার দিন
এদিন আদালত জানিয়েছে শুনানি পর্ব শেষ হয়েছে। কিন্তু রায় সংরক্ষণ করা হয়েছে। আদালতের পক্ষ থেকে জানান হয়েছে আগামী ১৩ নভেম্বর হাসিনাদের বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানিয়ে দেওয়া হবে।
হাসিনা সরকারের পতন
জনবিক্ষোভের জেরে ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের আওয়ামি লিগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি দেশ ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন রেহানা। ঢাকা বিমানবন্দর থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনাঘাঁটিতে চলে আসেন হাসিনা। তারপর তিনি ইংল্যান্ড-সহ একাধিক দেশে রাজনৈতিক আশ্রয় চান। কিন্তু কোনও দেশই তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। তারপর থেকেই গোপন ডেরায় রয়েছেন হাসিনা। বাংলাদেশ সরকার একাধিক তাঁকে ফেরত চেয়ে চিঠি লিখেছে দিল্লিতে। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারতের সিদ্ধান্তের কথা এখনও জানান হয়নি।
