মৃত মহিলা ইউনিয়ন পরিষদের সদস্য। গত ২৭ ডিসেম্বর নির্যাতিতার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি মঙ্গলবার ২৪ ডিসেম্বর কাজ করে বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবকের ফোন পান।
বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন অব্যাহত- তা আবারও প্রকাশ্যে এল। এবার শুধু অত্যাচার করেই খান্ত হয়নি সেই দেশের সংখ্যগুরুরা। হিন্দু মহিলাকে ধর্ষণ করে জোর করে খুন করা হয়েছে বলেও সেই দেশের একটি সংবাদমাধ্যমে রিপোর্ট করেছে। রিপোর্টে বলা হয়েছে এক মহিলাকে ধর্ষণ করে জোর করে মুখের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। নির্যাতিতা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচান যায়নি।
মৃত মহিলা ইউনিয়ন পরিষদের সদস্য। গত ২৭ ডিসেম্বর নির্যাতিতার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি মঙ্গলবার ২৪ ডিসেম্বর কাজ করে বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবকের ফোন পান। মহিলাকে পাওনা টাকা দেওয়ার নাম করে এক ব্যক্তি ডেকে পাঠায়। টাকা আনতে সেখানে গেলে কয়কজন যুবক মিলে মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয়েছে বলে পরিবার সূত্রের খবর। পরিবারের সদস্যরা আরও জানিয়েছিল নির্যাতিতা মহিকে ধর্ষণের ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিল ধর্ষণকারীরা। হুমকি দিয়ে মহিলার কাছ থেকে ২ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলেও জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছে, মহিলাকে ধর্ষণ করে মুখে জোর করে বিষ ঢেলে গিয়েছিল দুষ্কৃতীা। কিন্তু মহিলা বাড়ি ফিরে কাউকে জানাননি। তবে রাতের বেলা শরীর খাপার হয়ে যায়। তারপর মহিলাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। ভর্তি করা হয় যশোর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় মহিলার।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী অভিযুক্তরা মহিলাকে জোর করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। বন্ধ ঘরেই মহিলার ওপর নির্যাতন করা হয়। তারপর সেখানেই মহিলাকে জোর করে বিষ খাইয়ে দেওয়ার চেষ্টা করে। মহিলা কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন। গোটা ঘটনা মহিলা পরিবারের সদস্যদের জানিয়ে ছিলেন। মহিলার এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। মৃতার ৮০ বছরের বৃদ্ধ মা মেয়ের ছবি আঁকড়ে ধরে কাঁন্নায় ফেটে পড়েন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
