সংক্ষিপ্ত
মোবাইল বন্ধ আওয়ামি লিগের একাধিক নেতার! যোগাযোগ করা যাচ্ছে না কারও সঙ্গেই, কোথায় গেলেন হাসিনার মন্ত্রীরা?
সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। কিন্তু জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানা গিয়েছে বাংলাদেশ সংবাদমাধ্যম থেকে।
পিটিয়ে মারা হয়েছে বেশ বহু আওয়ামি লিগ নেতাকে। পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামি লিগ নেতার হোটেল। যাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ২৪ জন। সোমবার বেলা আড়াইটে নাগাদ সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন হাসিনা সঙ্গে ছিলেন বোন রেহানা। কিন্তু হাসিনার সঙ্গে ছিলেন না মন্ত্রীসভার কোনও সদস্য।
অন্যদিকে হাসিনার দেশ ছাড়ার পর থেকে ফোনে পাওয়া যাচ্ছে না একাধিক মন্ত্রীসভার সদস্যদের। রীতিমতো গা ঢাকা দিয়েছেন তাঁরা। কোনও মতেই যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে।
এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আওয়ামি লিগের এক নেতা জানিয়েছেন যে তিনি আপাতত আত্মগোপন করে রয়েছেন এমন করে আর ক' দিন থাকতে পারবেন তা জানেন না।
সোমবার ধানমণ্ডির বাসভবনেই ছিলেন আওয়ামি লিগের সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকেই ফোন সুইচড অফ তাঁর।
শুধু তিনিই নন। বন্ধ একাধিক নেতার মোবাইল। বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিদেশমন্ত্রী হাসান মেহেমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গির কবীর নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরা রবিবারও দেশে ছিলেন কিন্তু তারপর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না কাউকেই। তাই কোথায় রয়েছেন নেতারা, এবং আদৌ নিরাপদে রয়েছেন কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।