কানকো দেখে মাছ কেনার অভ্যেস হলেও শুষ্ক বরফে একটি মাছ বাঙালি আবার বেশি চেক করতে যায় না। একেতো গল্প শুনেই বাজার ছোটে। দ্বিতীয়ত সাইজ দেখেই ব্য়াগে ঢোকায়। আরও খাওয়ার দাওয়ার পর পাড়া-প্রতিবেশীর কারোরই কানের বারোটা বাজাতে বাকি রাখে না। কত ভাল খেয়েছে যে, হাত থেকে তেল উঠছে না। যাকে নিয়ে এত গল্প, সেই তো মাছের রাণী। দেখতে এত সুন্দর, যে প্রেমে পড়ে সাধারণ থেকে খানদানি। আজ্ঞে হ্যাঁ ইলিশের কথাই হচ্ছে, ঠিক ধরেছেন মশাই। বাকিটাও শুনে রাখুন গল্প নয়, আগামী সপ্তাহেই ওপার বাংলা থেকে আসছে পদ্মার টাটকা ইলিশ কলকাতায়।