- Home
- World News
- Bangladesh News
- ধর্ষণ-অরাজকতার বিরুদ্ধে এবার বিক্ষোভ বাংলাদেশে , ইউনুসের উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন
ধর্ষণ-অরাজকতার বিরুদ্ধে এবার বিক্ষোভ বাংলাদেশে , ইউনুসের উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন
আবারও উত্তাল বাংলাদশ। এবার বিক্ষোভ অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে।
- FB
- TW
- Linkdin
)
উত্তাল বাংলাদেশ
আবারও উত্তাল বাংলাদশ। এবার বিক্ষোভ অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে।
২৪ ঘণ্টা সময়-সীমা
আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাত্র২৪ ঘণ্টা সময়সীমা দিয়েছিল। কিন্ত সময়সীমা শেষে হলেই পথে নামে আন্দোলনকারী।
আন্দোলনকারীরা কারা
এবারও পথে নেমেছে বাংলাদেশের ছাত্র ও জনতা। তারাই পদত্যাগের দাবিতে সরব হয়েছে।
আন্দোলনের কারণ
আন্দোলনকারীদের দাবি চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। দিকে দিকে ধর্ষণ, যৌন নিপীড়ন বেড়েই চলেছে।
সোমবারের আন্দোলন
সোমবার প্রতিবাদীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয়। কিন্তু তাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আটকে দেয়। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষও বাধে
ইস্তফার দাবি
পুলিশের সঙ্গে সংঘর্ষের পরই আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে ইস্তফা দেওয়ার জন্য ডেডলাইন বেধে দেয়। দাবি পুরাণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বাড়বে বলেও জানিয়েছেন প্রতিবাদীরা।
আন্দোলনের সূত্রপাত
সোমবার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে স্বরাষ্ট্ মন্ত্রণালয় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করেছিল।
যোগ দেয় সাধারণ মানুষ
এই কর্মসূচিতে যোগ দেয় প্রচুর সাধারণ মানুষ। ঢাকার বেশ কয়েকটি স্কুল আর কলেজের পড়ুয়ারা বিশেষ করে মহিলা ও ছাত্রীরা যোগ দিয়েছেল মিছিলে।
অন্যত্র আন্দোলন
জঙ্গি ও ধর্ষকদের দ্রুত শাস্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। একই দাবিতে জাহাঙ্গীরনগরের মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি
আইনশৃঙ্খলার ঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনও মিডিয়ায় এমন লেখেনি। এই বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আইন-শৃঙ্খলা সন্তোষজনক বলেও দাবি করেন উপদেষ্টা।
অভিযোগ উঠছে
কয়েকদিন ধরেই নারী নিরাপত্তা, ধর্ষণ, যৌন নিপীড়ন নিয়ে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গতকাল দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।