Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের ফল মেলায় লুঠপাটের ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে দর্শনার্থীরাই লুঠপাট চালাচ্ছে। মঞ্চের সামনে এসে লুঠপাট করে। 

শেখ হাসিনা পরবর্তী-কালে বাংলাদেশের করুণ ছবি! জাতীয় ফল মেলায় দেদার লুঠপাট চালাল বাংলাদেশিরাও। করুণ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশেরগণ্ডী পেরিয়ে পৌঁছে গেছে ভারতেও। যা দেখে রীতিমত হাতাশ নেটিজেনরা। বাংলাদেশের রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছিল জাতীয় ফল মেলা। মেলার বাইরে হঠাৎ করেই দর্শনার্থীরা লুঠপাট শুরু করে। এতে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি স্টল। বিশেষ করে কৃষি সম্প্রসারণ স্টলে থাকা বিশাল স্টল থেকে বহু প্রজাতির ফল লুঠ করে নিয়ে চলে যায় বাংলাদেশিরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের ফল মেলায় লুঠপাটের ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে দর্শনার্থীরাই লুঠপাট চালাচ্ছে। মঞ্চের সামনে এসে লুঠপাট করে। সজানো ফল লুটেপুটে নিয়ে চলে যায়। দেশি-বিদেশি ফল লুঠ করে। কিছু মানুষ সামনে গিয়ে ফল লুঠ করে নিয়ে যায়। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দেখুন সেই ভিডিও। এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি।

Scroll to load tweet…

শনিবার সন্ধ্যে ৭টার সময় এই ঘটনা ঘটে। লুঠপাটের ভিডিও একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের ফল সংগ্রহের জন্য ভিড় করছেন শতাধিক মানুষ। এছাড়ার মেলার সামনে শাপলা ফুল আকৃতির ডিসপ্লেতে সাজানো নানা রকম ফল লুট হচ্ছে। কেউ ডাব, আনারস, আম, ড্রাগন ফল ব্যাগে ভরেছেন। এসময় মেলায় কর্মরত কর্মকর্তারা বাধা দিলেও কেউ তোয়াক্কা করেনি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁদের সংগ্রহে একাধিক ফল ছিল। গবেষণা আর প্রদর্শনীর জন্য সেই ফল সাজান হয়েছিল। অথচ একদল মানুষ আচমকা সেইসব ফল লুঠপাট করে নিয়ে চলে যায়। তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু লুঠপাট করা জনতার সংখ্যা বেশি থাকায় তারা বিশেষ প্রতিরোধ করতে পারেননি।

মেলার শেষ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমে গিয়েছিল। দর্শনার্থীর সংখ্যা তখনও অনেক বেশি ছিল। সেখান থেকেই সুযোগ নিয়ে কিছু লোক লুটপাট শুরু করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সরকারি স্টল ও ডিসপ্লেতে থাকা ফলগুলো অনাথ আশ্রমে দেওয়ার কথা ছিল। কিন্তু সব ফল দর্শনার্থীরা নিয়ে গেছেন। ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করে কৃষি মন্ত্রক। মেলার উদ্দেশ্য ছিল দেশি ফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো আর ফল চাষে আগ্রহী করে তোলা।