Rabindra Kachari Bari: কলকাতা, শান্তিনিকেতনের পাশাপাশি তৎকালীন পূর্ববঙ্গের সঙ্গেও রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কিন্তু এখন বাংলাদেশে (Bangladesh) রবীন্দ্রনাথকে শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে।

Rabindranath Tagore's ancestral home vandalised: বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার হামলার হাত থেকে রক্ষা পেল না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) পৈত্রিক বাড়ি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়িতে (Rabindra Kachari Bari) হামলা, ভাঙচুর চালানো হল। উন্মত্ত জনতা কাছারিবাড়িতে ঢুকে কাস্টডিয়ানের অফিস, অডিটোরিয়ামের জানালা, দরজা ভাঙচুর করে। বেশ কিছু মূল্যবান সামগ্রীর ক্ষতি হয়েছে। সংগ্রহশালার অধিকর্তাকেও মারধর করা হয়। এই ঘটনার পর দর্শকদের জন্য কাছারি বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, বাংলাদেশে এখন রবীন্দ্রনাথের একমাত্র পরিচয় হিন্দু ও ভারতীয় কবি। যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তাঁকেই এখন ব্রাত্য করে দেওয়া হয়েছে। এমনকী, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলের দাবিও উঠেছে।

সিরাজগঞ্জে ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাইক পার্কিংয়ের ফি নিয়ে কাছারি বাড়ি সংগ্রহশালার এক কর্মীর সঙ্গে এক দর্শকের বচসা শুরু হয়। অভিযোগ, ওই দর্শককে সংগ্রহশালার ভিতরে নিয়ে আটকে রাখা হয় এবং মারধর করা হয়। এরপরেই উত্তেজনা ছড়ায়। উন্মত্ত জনতা শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায়। এরপরেই রবীন্দ্রনাথের পৈত্রিক বাড়িতে ভাঙচুর চালানো হয়।

বহু পুরনো রবীন্দ্রনাথের পৈত্রিক বাড়ি

১৮৪২ সালে ব্রিটিশদের কাছ থেকে এই বাড়ি কিনে নেন রবীন্দ্রনাথের ঠাকুর্দা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ১৮৯০ সালে প্রথমবার এই কাছারি বাড়িতে আসেন। তিনি এই বাড়িতে বসে অনেক বিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এই বাড়িতেই রচনা করা হয় ‘চোখের বালি’, ‘চতুরঙ্গ’, ‘ঘরে বাইরে’-র মতো বিখ্যাত উপন্যাস। এমনকী, 'গীতাঞ্জলি'-ও এই বাড়ি থেকেই রচনা শুরু করেন রবীন্দ্রনাথ। তিনি তৎকালীন পূর্ববঙ্গের পরিবেশ, মানুষের কথা অনেক সাহিত্যে তুলে ধরেছেন। কিন্তু অশান্তি, অরাজকতার বাংলাদেশে এখন আর শ্রদ্ধার পাত্র নন বিশ্বকবি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।