viral video of London: ব্রিটেনে অভিবাসন বিরোধী বিক্ষোভের ভিডিও ভাইরাল। ভারতীয় দোকানে খাবারের জন্য দাঁড়িয়ে লন্ডনবাসী। সেই ভিডিও নিয়ে আলোচনা নেটদুনিয়ায়।  

অভিবাসন নীতির বিরুদ্ধে ব্রিটেনে বিশাল বিক্ষোভ। রাস্তায় নেমে প্রতিবাদ ব্রিটেনবাসীর। কিন্তু যে অভিবাসনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা, তারাই একটি ভারতীয় দোকানে খাবারের জন্য ভিড় করে দাঁড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। শনিবার অভিবাসন ও ইসলাম বিরোধী টমি রবিনসন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন। এই বিক্ষোভে প্রায় ১০০০০০-এর বেশি মানুষের ভিড় ছিল। এই বিক্ষোভ আন্দোলন থেকে দাবি উঠেছে 'আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও।' বিক্ষোভকারীদের অভিযোগ অভিবাসীদের কারণে বিপর্যস্ত তাদের স্বাভাবিক জীবন।

ভাইরাল ভিডিওঃ

ইংল্যান্ডের লাল-সাদা পতাকা হাতে ছিল বিক্ষোভকারীরা। কিন্তু বিক্ষোভকারীদেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তারা একটি ভারতীয় স্টলের সামনে থেকে গিয়েছিল। সেখানে থেকেই তারা খাবার কিনেছিল জলখাবারের জন্য। ফুটেজে দেখা যাচ্ছে দোকানে দাঁড়িয় অভিবাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা খাবার কিনছে।

দেখুন সেই ভিডিওঃ

Scroll to load tweet…

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। প্রায় ৮০ লক্ষের মত ভিউ পেয়েছে। রেডইট ও ইনস্টাগ্রামের মত প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। লন্ডনের অভিবাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমে ভারতীয় দোকানে তাদের আসতে হল খাবারের জন্য। এমন কথা বলেছেন নেটিজেনরা। অনেকেই এই ভিডিও নিয়ে লন্ডের বিক্ষোভের বিরুদ্ধেও সরব হয়েছে। অনেকেই বলছে, দেশ ফিরে পাওয়ার আন্দোলনে নেমে ভারতীয় দোকানে খাবারের জন্য হাত পাততে হল ব্রিটেনবাসীকে। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারা অভিবাসীদের ওপর ঠিক কতটা নির্ভরশীল।

অভিবাসনের বিরুদ্ধে আন্দোলন

তবে ব্রিটেনে এযাবৎ এতবড় আন্দোলন কেউ দেখেনি। মিছিলের শুরুতে অতি দক্ষিণপন্থী নেতা রবিনসন বলেন, ‘এখন ব্রিটিশদের চেয়ে আদালতে অভিবাসীদের অধিকার বেশি। অথচ ব্রিটিশরাই এই দেশ তৈরি করেছে।’ গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ধনকুবের এলন মাস্ক। তিনি জানিয়েছেন, ‘অশান্তির মেঘ ঘনাচ্ছে। হয় তোমাকে লড়তে হবে, নইলে মরতে হবে।’