ভাইরাল ভিডিওয় ধরা পড়ল চিনের (China) দুর্ঘটনাগ্রস্ত বিমানটির দুর্ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তের ভিডিও। গুয়াংজি (Guangxi) প্রদেশের উঝোউ শহরের (Wuzhou City) কাছের এক জঙ্গলে ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের (China Eastern Airlines) বোয়িং ৭৩৭ বিমানটি।  

শিউরে ওঠার মতো ভিডিও। সোমবার দুপুরে বিরাট বিমান দুর্ঘটনা ঘটেছে চিনের (China) গুয়াংজি (Guangxi) অঞ্চলের উঝোউ (Wuzhou) শহরের কাছে। ১৩৩ জন আরোহী নিয়ে এক পাহাড়ি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের (China Eastern Airlines) একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান। আর ওই এলাকার এক স্থানীয় খনন সংস্থার নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে, বিমানের শেষ কয়েক মুহূর্তের ভিডিও। কী ঘটেছিল বিমানটির? আসুন দেখে নেওয়া যাক সেই কয়েক মুহূর্তের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ। 

চিনা সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ফ্লাইট এমইউ৫৭৩৫ দক্ষিণ চিনের কুনমিং (Kunming) শহর থেকে রওনা দিয়েছিল গুয়াংঝাও (Guangzhou) শহরের উদ্দেশ্যে। স্থানীয় সময় বেলা ১টা বেজে ১১ মিনিটে বিমানটি বিমানবন্দর থেকে উড়ে গিয়েছিল। ৩টে বেজে ৫ মিনিটে সেটির গুয়াংঝাও পৌঁছানোর কথা ছিল। দুপুর ২ টো বেজে ২২ মিনিট পর্যন্ত বিমানটিকে ট্র্যাক করা গিয়েছিল। সেই সময় সেটি ৩৭৬ নট গতিতে ৩২২৫ ফুট উচ্চতায় উড়ছিল। এরপরই, আর বিমানটির কোনও হদিশ মেলেনি ফ্লাইট ট্র্যাকারে। 

দেখা যাচ্ছে, পাহাড়ি জঙ্গলে ভেঙে পরার ঠিক আগে একটি বিমান দুর্দান্ত গতিতে, একেবারে সোজাসুজি মাটির দিকে নেমে আসছে। যাকে, এভিয়েশনের পরিভাষায় বলা হয় নোসডাইভ (Nose dive) দেওয়া। তবে, এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। তবে, স্থানীয় এক গ্রামবাসীও সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, বিমানটিকে সম্পূর্ণরূপে ভেঙে পড়তে দেখা গিয়েছে। আরও একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরাতেও বিমানটিকে একইভাবে ভেঙে পড়তে দেখা গিয়েছে।

Scroll to load tweet…
Scroll to load tweet…

কী ঘটেছিল বিমানটির? ফ্লাইট ট্র্যাকার সংস্থাগুলি জানিয়েছে, বিমানটি ২টো বেজে ১৫ মিনিটের সময় ছিল ২৯,১০০ ফুট উচ্চতায়, পরের ২০ সেকেন্ডের মধ্যে সেটি দ্রুত নেমে এসেছিল ৯,০৭৫ ফুট উচ্চতায়। অথচ যে কোনও বিমান এই পরিমাণ উচ্চতা হ্রাস করতে সাধারণত প্রায় ৩০ মিনিট সময় নেয়। এত দ্রুত তাহলে কীকরে নেমে এল বিমানটি? এর উত্তর সম্ভবত লুকিয়ে রয়েছে এই ভাইরাল হওয়া নিরাপত্তা ক্যামেরার ফুটেজে। 

Scroll to load tweet…
Scroll to load tweet…

চিনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (Civil Aviation Administration of China) জানিয়েছে, উড়োজাহাজটি উঝোউয়ের কাছে টেং কাউন্টিতে (Teng County) ভেঙে পড়ে। তারপরই পাহাড়ি ওই এলাকায় বিরাট আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ওই অঞ্চলে কারোর বেঁচে থাকার কোনও চিহ্ন খুঁজে পাননি। তাই ধরে নেওয়া হচ্ছে ১৩৩ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ৪৫০ জন বন-দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ার কারণ সম্পর্কে, উড়ান সংস্থা বা চিন সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।