সংক্ষিপ্ত

  • সপ্তাহে কাজের দিন ৫ থেকে কমে হোক ৪
  • দিনের কাজের সময় ৮ ঘণ্টা থেকে কমে হোক ৬ ঘণ্টা
  • এতে বাড়বে মানুষের কর্মদক্ষতা
  • মনে করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

সপ্তাহে কর্মদিবস হোক ৪ দিন। দৈনিক কাজের সময় হোক ৬ ঘণ্টা। সকলের জন্য এমন নমনীয় কার্য শিডিউল চালু করতে চান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন।

গত ডিসেম্বরেই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন সানা মেরিন। তিনিই বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী। পরিবারের সাথে যাতে সকলে বেশি সময় কাটাতে পারেন সেই কারণেই ক্ষমতায় এসে দেশে এমন নিয়ম চালু করতে চাইছেন সানা।

 

 

চারটি দলের সঙ্গে জোট বেঁধে ফিনল্যান্ডে সরকার গড়েছেন সানা। যাদের প্রত্যেকের শীর্ষে রয়েছেন মহিলারা। এদের মধ্যে তিন জনের বয়স ৩৫ বছরের নীচে। 

আরও পড়ুন : উপদেশ নয় নিজের দেশে সংখ্যালঘুদের রক্ষা করুক পাকিস্তান, কড়া প্রতিক্রিয়া মোদী সরকারের

'আমি মনে করি প্রত্যেকের নিজের পরিবার, ভালবাসার মানুষ, শখগুলি নিয়ে বেশি সময় ব্যয় করা উচিত', বলেছেন সানা। 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলে এসেছেন সানা মেরিন। 

আরও পড়ুন : কেক খেয়ে বললেন 'টেস্টি', নিজের ১১৭ তম জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে প্রবীণা জাপানের কানে তানাকা

কাজের সময় কমলে মানুষের দক্ষতা বাড়ে বলেই মনে করেনি মেরিন। বর্তমানে ফিনল্যান্ডে ৫ দিনের সাপ্তাহিক কর্মদিবস চালু রয়েছে। দৈনন্দিন কাজের সময় ৮ ঘণ্টা। বাম দলগুলির জোট সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রী সানা মেরিনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।