সংক্ষিপ্ত
- ফুটব্রীজের তলায় আটকে গেল বিমান
- চিনের হারবিনে এই ঘটনা ঘটেছে
- টুইটারে ভিডিও আপলোড হতেই ভাইরাল
- কমেন্ট থেকে রিটুইটের বন্যা
এমনও হয়, এই প্রশ্ন যেমন অনেকে তুলছেন, ভিডিও দেখে অনেকে উত্তরে বলছেন আবার- মাঝে মাঝে এমনটাও হয়। হ্যাঁ আস্ত এক খানা বিমান সোজা গিয়ে ঢুকে পড়ল ফুট ব্রীজের তলায়। আর এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে চিনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম তোলপাড় করেছে এই ভিডিও। কিন্তু কেন এমনটা হল?
চিনের সরকারি সংবাদ মাধ্যমের টুইটার হ্যান্ডেলে আপলোড হওয়া ওই ভিডিও এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, এমন একটি ভিডিও চোখের নিমেষে ভাইরাল হয়েছে। যেভাবে ফুট ব্রীজের তলায় বিমানটি ঢোকে এবং তা যেভাবে ঘটনাস্থল থেকে সরানো হয়, ভিডিও দেখে অনেকেই চোখ কপালে উঠবে।
আরও পড়ুন- মঙ্গলেও ছিল নোনা জলের হ্রদ, তথ্য দিয়ে দাবি নাসার
চিনের হারবিনে এই ঘটনা ঘটে।ফুট ব্রীজের নীচ দিয়ে একটি বিমান পরিবহণ করার সময় তা আটকে যায়। চালক বহু চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। আর এই সমগ্র ভিডিও টুইটারে উঠে আসতেই কমেন্ট, রিটুইটের বন্যা বয়ে যায়।
এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যগুলো উঠে এল-
'গুগল ম্যাপকে সিরিয়াসলি কবে যে নেবে... ।'
'কেউ কি এখনও এই বিমানে ওঠার স্বপ্ন দেখছেন...?'
'চালক কেন আগে পথটি পরিদর্শন করে নেননি, আদৌ এই পথ দিয়ে বিমান পরিবহণ সম্ভব কিনা তা খতিয়ে দেখা উচিত ছিল।'
'এই ফুট ব্রীজে কি ম্যাক্সিমাম হাইট উল্লেখ করা ছিল না?'
এমনই হাস্যকর মন্তব্য যেমন চোখে পড়বে, তেমনই অনেকে দুশ্চিন্তাও প্রকাশ করেছেন এই ঘটনায়।