সংক্ষিপ্ত
- মার্কিন মুলুকে ভূমিকম্প
- কম্পন অনুভূত লস অ্যাঞ্জেলসে
- ভূমিকম্পে কাঁপল হলিউড
- রাতের অন্ধকারে কম্পন অনুভূত বিস্তির্ণ অঞ্চলে
রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সকলে। হঠাৎই কেঁপে উঠল চারপাশ। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে এলেন বাসিন্দারা।
মার্কিন মুলুকে এবার ভূমিকম্প অনুভূত হল লস অ্যাঞ্জেলসে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪১ মিনিটে হলিউড থেকে সান্টা মোনিকা পর্যন্ত বিস্তির্ণ অঞ্চলে অনুভূত হয় এই কম্পন।
আরও পড়ুন: চিন ছাড়িয়ে এবার মার্কিন মুলুকেও করোনা আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা নিয়ে বৈঠক হু-র
ভূমিকম্পের এপিসেন্টার ছিল গ্রানাডা হিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ ম্যাগনিটিউড। রাতেই হাজার হাজার লস অ্যাঞ্জেলসবাসী এই ভূমিকম্প নিয়ে নিজেদের অভিজ্ঞতা ট্যুইটারে শেয়ার করেন।
আরও পড়ুন: হ্যাক হয়েছে পৃথিবীর ধনীতম ব্যক্তির ফোন, নাম জড়াল সৌদি যুবরাজের
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে গ্রানাডি হিলের চার মাইল গভীরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার। লস অ্যাঞ্জেলেসর বিস্তির্ণ এলাকা জুড়ে তা অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয়দের। অক্সনার্ড থেকে ইনল্যান্ড এম্পায়ার হয়ে সান্টা আনা এবং অ্যান্টলোপ ভ্যালিতেও অনুভূত হয়েছে কম্পন।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কারও আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।