Baloch Open Letter: ভারতকে সমর্থন জানাতে এবার বিশ্বকে খোলা চিঠি বালুচ মুক্তিযোদ্ধাদের। জানা গিয়েছে, ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশকে আহ্বান…     

Baloch Open Letter: ভারতকে সমর্থন জানাতে এবার বিশ্বকে খোলা চিঠি বালুচ মুক্তিযোদ্ধাদের। জানা গিয়েছে, ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশকে আহ্বান জানিয়েছে বালোচ বিদ্রোহীরা। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে।

জানা গিয়েছে, বালোচ বিদ্রোহীদের ওই খোলা চিঠিতে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর পাক জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। চিঠিতে রীতিমত পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে বালোচ বিদ্রোহীরা (Balooch)। শুধু তাই নয়, চিঠিতে ভারতকে শান্তিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন বালোচ বিদ্রোহের নেতারা। চিঠিতে তারা ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা বিশ্বকে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন যে, এখন সময় এসেছে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দেওয়ার।

Scroll to load tweet…

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা রাষ্ট্রপুঞ্জের কাছে ভারতের পাশে দাঁড়ানোর জন্য একটি খোলা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে পাকিস্তানের নৃশংসতা এবং তারাও যে পাক বর্বরতার শিকার সে কথাও জানাতে ভোলেননি। এছাড়াও রাষ্ট্রপুঞ্জের কাছেও তারা দাবি জানিয়েছে যে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে হবে। বালোচিস্তানে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার অনুরোধও করা হয়েছে ওই চিঠিতে। সূত্র মারফত খবরে আরও জানা গিয়েছে, তারা পাকিস্তানের থেকে স্বাধীন হতে চাই এবং সেখান থেকে যাতে পাক সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয় সেই আর্জিও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের কাছে। যদিও এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এখন দেখার ভারত-পাক অস্থিরতার মধ্যে কতদূর গড়ায় বালোচ বিদ্রোহের জল। উত্তর অবশ্য সময় বলবে।

অন্যদিকে, কিছুতেই থামছে না পাকিস্তানের লাগাতার হামলা। শুক্রবার রাতেও পাকিস্তানের ছোড়া গোলাগুলিতে জম্মুর রাজৌরিতে মৃত্যু হয়েছে এক সরকারি আধিকারিক সহ তিনজনের। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া গোলা পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই খবর স্বীকার করে দুঃখ ও শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গতকালই তিনি রাজকুমার থাপার সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন এবং প্রয়াত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার শুক্রবার উপমুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন।

তিনি লেখেন, "রাজৌরিতে যা হয়েছে তা দুঃখজনক খবর। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসন পরিষেবার একজন নিবেদিতপ্রাণ অফিসারকে হারালাম। গতকালই তিনি উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন মিটিংয়ে অংশ নিয়েছিলেন। আজ রাজৌরি শহর লক্ষ্য করে পাক গোলাবর্ষণে ওই অফিসারের বাড়িতে হামলা চালানো হয়। এই ভয়াবহ প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই। তাঁর আত্মা শান্তি পাক," এক্স-এ একটি পোস্টে বলেছেন মুখ্যমন্ত্রী।

জম্মু ও কাশ্মীরের সাধারণ এলাকাগুলো সীমান্তের উপর থেকে ভারী গুলিবর্ষণ হয়েছে, ভারতের পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে লক্ষ্যভেদী আক্রমণ চালানোর পর, যা পহালগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধে নেওয়া হয়েছিল, যেখানে ২৫ জন নিরীহ মানুষ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জম্মুর একজন প্রতিবেশী থেকে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের আক্রমণে শহরের বেসামরিক এলাকায় গুলির ফলে একটি বাড়ির কিছু অংশ উড়ে গিয়েছে এবং গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।