Pakistan: পাকিস্তান সরকার ও সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir) যতই নিজেদের বড় বলে দেখানোর চেষ্টা করুন না কেন, ভারতের প্রতিবেশী এই দেশের আসল অবস্থা করুণ। সাম্প্রতিক এক ঘটনায় ফের তা প্রমাণ হয়ে গেল।
KNOW
Pakistan News: পাকিস্তান সরকারেরই রিপোর্টে হাসির খোরাকে পরিণত হলেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। সম্প্রতি পাকিস্তান থেকে বিভিন্ন পেশার মানুষ যেভাবে দলে দলে অন্য দেশে চলে যাচ্ছেন, সেই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। দাবি করেছিলেন, এর ফলে 'ব্রেইন গেইন' হচ্ছে। কিন্তু পাক সরকারের রিপোর্ট বলছে, গত ২৪ মাসে পাকিস্তান ছেড়েছেন ৫,০০০ চিকিৎসক ও ১১,০০০ ইঞ্জিনিয়ার। যে কোনও দেশেই ডাক্তার-ইঞ্জিনিয়াররা সবচেয়ে মেধাবী হিসেবে গণ্য হন। সেখানে এই দুই পেশার এতজনের পাকিস্তান ছাড়া কখনও লাভজনক হতে পারে না। এই কারণেই মুনিরের মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। অনেকেই বলছেন, পাকিস্তান সরকারের রিপোর্টেই সে দেশের নিদারুণ অবস্থা প্রকট হয়ে গিয়েছে।
পাকিস্তান ছাড়ছেন বিভিন্ন পেশার মানুষ
১৯৪৭ সালে নতুন দেশ হিসেবে পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে কখনও একসঙ্গে বিভিন্ন পেশার এত মানুষ একসঙ্গে এই দেশ ছাড়েননি। শুধু ডাক্তার-ইঞ্জিনিয়াররাই গত ২৪ মাসে পাকিস্তান ছাড়েননি, ১৩,০০০ অ্যাকাউন্ট্যান্টও এই দেশ ছেড়ে চলে গিয়েছেন। ফলে যাঁরা মেধাবী, তাঁরাই পাকিস্তান ছাড়ছেন। পাকিস্তানের মতো দেশে চিকিৎসক ও ইঞ্জিনিয়ারের সংখ্যা খুব বেশি নয়। সেখানে একই সময়ে ৫,০০০ চিকিৎসক পাকিস্তান ছাড়ায় এই দেশের স্বাস্থ্যব্যবস্থার সঙ্কট তৈরি হয়েছে বলে জল্পনা চলছে। এতজন ইঞ্জিনিয়ার দেশ ছাড়ায় পরিকাঠামোর সঙ্কটও তৈরি হতে পারে।
মুনিরকে ব্যঙ্গ প্রাক্তন সেনেটরের
পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে মুনিরকে ব্যঙ্গ করেছেন সে দেশের প্রাক্তন সেনেটর মুস্তাফা নওয়াজ খোখর (Mustafa Nawaz Khokhar)। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘গত ২৪ মাসে পাকিস্তান ৫,০০০ চিকিৎসক, ১১,০০০ ইঞ্জিনিয়ার ও ১৩,০০০ অ্যাকাউন্ট্যান্টকে হারিয়েছে। পাকিস্তান চতুর্থ বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব। ইন্টারনেট শাটডাউনের ফলে ১.৬২ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ২.৩৭ মিলিয়ন ফ্রিল্যান্সিংয়ের কাজ আর থাকবে কি না, সে বিষয়েও সংশয় তৈরি হয়েছে। অর্থনীতি ঠিক করতে হলে রাজনীতি ঠিক করুন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


