সংক্ষিপ্ত
গলা ধাক্কা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তোলা হয়েছে পাক রেঞ্জার্স বাহিনীর গাড়িতে। তারপর থেকে দেশ জুড়ে আগুন জ্বলছে পাকিস্তানে।
‘জমি-দুর্নীতি’ সংক্রান্ত আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান নেতা ইমরান খান। গলা ধাক্কা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গাড়িতে তোলেন পাকিস্তানের রেঞ্জাররা। তাঁর গ্রেফতারির পরেই দেশ জুড়ে রাগে ফুঁসছেন তাঁর দলের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে ইসলামাবাদ হাইকোর্ট ঘোষণা করে দিয়েছে যে, ইমরান খানের গ্রেফতারি বৈধ। কিন্তু, লাহোর, রাওয়ালপিণ্ডি, গিলগিট, করক, মুলতান, শিয়ালকোট, ইত্যাদি বহু এলাকায় বিক্ষোভের আগুন এতটাই তীব্রতর হয়ে উঠেছে যে, সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে, বিক্ষোভকারীদের আগুনে দাউদাউ করে জ্বলছে একের পর এক প্রশাসনিক ভবন এবং কার্যালয়।
ভয়াবহতার খবর এবং ভিডিও ছড়িয়ে পড়া আটকাতে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বন্ধ রাখা হয়েছে ফেসবুক, টুইটার ও ইউটিউব। ইমরান খানের মুক্তির দাবি তুলে পেশোয়ারে রেডিও স্টেশন, পাকিস্তানি সেনানিবাস, রাওয়ালপিণ্ডির সেনা হেড কোয়ার্টার, লাহোরের গভর্নর হাউস সহ দেশের বহু প্রশাসনিক দফতরে আগুন লাগিয়ে দেন PTI দলের সমর্থকরা। সমগ্র পাকিস্তানকে বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন ইমরান-সমর্থকরা।
জাতীয় রাজস্ব ক্ষতির জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলটি ব্যুরোর তরফে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে, আজ তাঁকে দেশের দুর্নীতি-দমন আদালতে পেশ করা হবে। তার আগেই, তেহরিক-ই-ইনসাফের বিক্ষোভ ঠেকাতে সারা দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইমরান খানের সমর্থকরা এও আশঙ্কা করছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশাসনের দ্বারা ইমরানকে বন্দিদশায় মেরেও ফেলা হতে পারে। সেই আশঙ্কায় বিক্ষোভ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। সরকারের তরফে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশের সেনাকর্মীদের দিয়ে বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন-
Weather News: একাধিক জেলায় জারি তাপপ্রবাহের কমলা সতর্কতা, তারই সঙ্গে বুধবার বৃষ্টির পূর্বাভাস
Petrol Price: মে মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন বুধবারের পেট্রোল-দর
Gold Silver Price: মঙ্গলবারের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট