সংক্ষিপ্ত

হাওয়া অফিসের রিপোর্ট বলছে, উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের উভয় পার্শ্বেই বুধবার গরম পৌঁছবে চরমে। পাশাপাশি কিছু কিছু জেলায় বৃষ্টি হবে বলেও জানানো হচ্ছে। 

উপকূলীয় অঞ্চল জুড়ে এখন ঘূর্ণিঝড় মোকা (mocha)-র সতর্কতা, বুধবারই জন্ম নিতে পারে এই ঘূর্ণিঝড়। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ছাড়া পশ্চিমবঙ্গেও বিভিন্ন গাঙ্গেয় জেলায় ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য প্রশাসনিক তৎপরতা রয়েছে তুঙ্গে। সামুদ্রিক এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতাও ৷ বাতিল করা হয়েছে জরুরি বিভাগের কর্মীদের ছুটি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মীদের। জল বের করার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রচুর পাম্পের। বহু এলাকায় কন্ট্রোল রুম খুলেছে পশ্চিমবঙ্গ সরকার, এগুলি থেকে ঝড়-বৃষ্টি সংক্রান্ত যাবতীয় লেটেস্ট আপডেট সম্প্রচার করা হবে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার। তবে, পশ্চিমবঙ্গে আপাতত গরমের অস্বস্তি পৌঁছেছে চরমে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ২ ডিগ্রি বেশি। অর্থাৎ, দিন এবং রাত, উভয় সময়েই অনুভূত হবে প্রচণ্ড গরম। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বুধবার, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ইত্যাদি জেলাগুলিতে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে এই তাপপ্রবাহের অত্যাচার। পূর্ব মেদিনীপুর এবং কলকাতা বাদে দক্ষিণের সমস্ত জেলাতে প্রখর রোদ আর প্রচণ্ড তাপে লু বওয়ার আশঙ্কা রয়েছে প্রবল।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দার্জিলিঙের তাপমাত্রার পারদও এখন অনেকটাই ঊর্ধ্বমুখী। দার্জিলিঙে আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৩ ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৪ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি। জলপাইগুড়ি, কালিম্পং-এর তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ওপরের দিকেই রয়েছে। তবে, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই ৩ জেলায় বুধবার বৃষ্টি হতে পারে, তবে, বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য এবং শুধুমাত্র পার্বত্য অঞ্চলগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী ৪ দিন ধরে গরমের অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গেও। ১০ মে বুধবার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যা বৃহস্পতিবার থেকে আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-

মে মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন বুধবারের পেট্রোল-দর
মঙ্গলবারের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

প্রবল অর্থনৈতিক ধসের ওপর দেশ জুড়ে চাকরির হাহাকার, শিক্ষিত তরুণদের নিয়ে বিপদে পাকিস্তান