পাকিস্তানে নিহত জইশ ই মহম্মদের আত্মীয়। পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে জইশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের এক আত্মীয় ক্কারী এজাজ আবিদকে গুলি করে খুন করা হয়েছে। অভিযোগ, অজ্ঞাতপরিচয়ের দুস্কৃতীদের হাতে নিহত মৌলানা মাসুদ আজহারের এক আত্মীয়