সংক্ষিপ্ত
টুইটের মাধ্যমে জানানো হয়, ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা সচল রাখার জন্য সবরকম চেষ্টা করবে Starlink। এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে। এখানেই শেষ নয় ইলনকে ইউক্রেনে যাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১৩ দিনে পড়ল ইউক্রেন রাশিয়া যুদ্ধ (Ukraine Russia Conflict)। প্রথম থেকেই এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন SpaceX CEO ইলন মাস্ক (Elon Musk)। বরং ইউক্রেনের (Ukraine) পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (War Torn Ukraine) যাতে ইন্টারনেট পরিষেবা (Internet Service) ঠিক থাকে তার জন্য পদক্ষেপ করেছিলেন ইলন। তাঁর সংস্থা স্টারলিঙ্ক ইউক্রেনে যাতে ইন্টারনেট পরিষেবা সচল থাকে তার ব্যবস্থা করবে বলে জানিয়েছিলেন তিনি। আর এবার সেই ইলন মাস্ককেই টুইটারে ফলো করতে শুরু করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
ইউক্রেনে সেনা অভিযানের শুরু থেকেই সাইবার হানাও শুরু করে রাশিয়া। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলা চালানো হয়। বিভিন্ন সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানায়, ওই হামলার পিছনে রাশিয়া রয়েছে। এছাড়াও ইউক্রেনের একাধিক এলাকার ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়। আর তারপরই ইউক্রেনকে ইন্টারনেট পরিষেবা দিয়ে সাহায্য করার কথা জানিয়েছিলেন ইলন।
আরও পড়ুন- রাশিয়াকে আরও কোনঠাসা করতে উদ্যোগ আমেরিকার, নিষেধাজ্ঞা রুশ তেল আমদানিতে
টুইটের মাধ্যমে জানানো হয়, ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা সচল রাখার জন্য সবরকম চেষ্টা করবে Starlink। এবং তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে। এখানেই শেষ নয় ইলনকে ইউক্রেনে যাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কী বলছিলেন জেলেনেস্কি?
ভলোদিমির জেলেনেস্কির ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ভিডিও পোস্ট হয়েছে তাতে দেখা গিয়েছে একটি অ্যাপল সিস্টেমে ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে মিটিং করছেন জেলেনেস্কি। এবং সেই ভিডিও কলেই ইলন মাস্ককে ইউক্রেনে যাওয়ার আবেদন করেছেন। জেলেনেস্কি বলেছেন, যুদ্ধ থেমে গেলে এবং সব কিছু ঠিকঠাক হয়ে হলে ইলন মাস্ক যেন অবশ্যই একবার ইউক্রেন যায়। অন্যদিকে ইলন মাস্কের তরফে জানানো হয়েছে ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই জেলেনেস্কির আমন্ত্রণ রক্ষা করবেন তিনি।
আরও পড়ুন- বড়সড় সুখবর, ইউক্রেনের সুমি থেকে সরিয়ে নেওয়া হল সব ভারতীয়দের
কথা হওয়ার পর জেলেনস্কি বলেন, "ইলন মাস্কের (Elon Musk) এর সঙ্গে কথা বলেছি। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি যেভাবে ইউক্রেন (Ukraine)-কে বিভিন্নভাবে সাহায্য করেছেন তা প্রশংসনীয়। এই ধ্বংসের শহরে আরও বেশ কিছু Starlink সিস্টেম আমরা পাব। স্পেস প্রজেক্ট নিয়েও দু-তরফে আলোচনা হয়েছে। তবে যুদ্ধের পরেই এনিয়ে প্রকাশ্যে জানাব।"
আরও পড়ুন- ভারত-রুশ সম্পর্কে মার্কিন নজর, রাশিয়ার মতই নিষেধাজ্ঞার ফল ভুগতে হবে কি ভারতকে
আর যেখানে ইলন মাস্কের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক এতটাই ভালো রয়েছে সেখানে দাঁড়িয়ে কেন হঠাৎ করে টুইটারে তাঁকে ফলো করতে গেলেন পুতিন? এই প্রশ্নই এখন উঠছে আন্তর্জাতিক মহলের একাংশের মনে।