সংক্ষিপ্ত
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি আরও অভিযোগ করেন যে, ইউক্রেনের সুমি ও খারকিভে প্রায় ৩ হাজার ৭০০ জন ভারতীয় নাগরিককে জোর করে আটকে রাখা হয়েছে। তিনি বলেন ইউক্রেনের স্থানীয় বাসিন্দারাই ভারতীয়দের জোর করে আটকে রেখেছে।
ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধে যে আপাতত ইতিটানছে না তা পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেই স্পষ্ট করে দিয়েছে রাশিয়া (Russia)। তারপরেই রাষ্ট্রসংঘে রাশিয়া আরও দৃঢ়় ভাবে জানিয়ে দিল এই পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির মূল কারণই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থী (Indian Student) ও অন্যান্য নাগরিকদের সরিয়ে নেওয়া। রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তুমুল সংঘর্ষের মধ্যে সেখানে আটকে পড়েছে ভারতের প্রচুর শিক্ষার্থী। অন্যান্য বিদেশী নাগরিকরাও আটকে পড়েছে। তাই তাদের সেখান থেকেই অবিলম্বে সরে যেতেই নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। তাই ভারতীয় ও অন্যান্য দেশের আটকে পড়া নাগরিকতা যাতে খারকিভ (Kharkiv) ও সুমি (Sumi) ছাড়তে পারে তার জন্য রাশিয়ার বাসেরও ব্যবস্থা করেছে। বাসগুলি রাশিয়ার ক্রিসিং পয়েন্টে প্রস্তুত রয়েছে।
শুক্রবারই রাশিয়া ইউক্রেনের অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক চুল্লি জাপোরিঝিয়ায় হামলা চালায়। তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক ডাকে। আলবেনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতায় এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই উপস্থিত ছিল রাশিয়া। রাষ্ট্র সংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন যে রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনে আটকে পড়া বিদেশী নাগরিকদের শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিন রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি আরও অভিযোগ করেন যে, ইউক্রেনের সুমি ও খারকিভে প্রায় ৩ হাজার ৭০০ জন ভারতীয় নাগরিককে জোর করে আটকে রাখা হয়েছে। তিনি বলেন ইউক্রেনের স্থানীয় বাসিন্দারাই ভারতীয়দের জোর করে আটকে রেখেছে। তিনি আরও বলেছেন সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষদের শহরের বাইরে বার হতে দিচ্ছে না। সন্ত্রাসবাদীদের টার্গেট যে শুধুমাত্র ইউক্রেনের বাসিন্দা তা নয়। সন্ত্রাসবাদীরা জোর করে বিদেশীদেরও আটকে রেখে গিয়েছে।
রাষ্ট্র সংঘে রাশিয়া আরও জানিয়েছে, খারকিভে ৩ হাজার ১৮৯ জন ভারতীয় নাগরিক রয়েছে। ২৭০০ ভিয়েতনামের নাগরিক, ২০২ জন চিনা নাগরিক রয়েছে। অন্যদিকে সুমিরেয় আটকে পড়া ভারতীয়দের সংখ্যা ৫৭৫, ঘানার ১০১, চিনেপ ১২১ জন নগরিক রয়েছে।
রাষ্ট্র সংঘে রাশিয়া জানিয়েছে, রুশ সীমান্ত বেলগোরোড এলাকায় ১৩০টি বিলাসবহুল বাস এদিন সকাল ৬টা থেকে বিদেশী নাগরিকদের নিরাপদে উদ্ধারের জন্য অপেক্ষা করে রয়েছে। নেখোটিভকা, সুদজা ক্রসিং পয়েন্টে বাস রয়েছে। সেগুলি ভারতীয়সহ বিদেশী নাগরিকদের উদ্ধারের জন্য ইউক্রেন সীমান্ত পার হয়ে সুমি ও খারকিভ যেতেই তৈরি।
রাশিয়া আরও জানিয়েছে যুদ্ধে আটকে পড়া বিদেশী নাগরিকদের সীমান্তের চেকপোস্টগুলিতে যথাযত ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম, খাবার, পাণীয় জল, প্রয়োজনীয় শীতের পোশাক বিলি করার ব্যবস্থা করা হয়েছে। মজুত রাখা হয়েছে প্রচুর পরিমাণে ওষুধ। বসানো হয়েছে মোবাইল মেডিক্যাল স্টেশন। রাশিয়ার রাষ্ট্রদূত আরও জানিয়েছে সকলকে ইউক্রেনর থেকে উদ্ধারের পরই বেলগোরোডে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই যাতে আকাশপথে প্রত্যেক নাগরিক তাদের দেশে ফিরতে পারে তারও ব্যবস্থা করা হবে।
তবে ভারতীয় ছাত্রদের যে ইউক্রেনে আটকে রাখা হয়েছে বলে রাশিয়া দাবি করেছে তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, ইউক্রেনে ভারতীয় ছাত্রদের যে আটকে রাখা হয়েছে তেমন কোনও রিপোর্ট এখনও পর্যন্ত ভারতের হাতে আসেনি। তিনি আরও বলেছেন কোনও শিক্ষার্থী এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানায়নি। তবে ভারত ইউক্রেন সরকারের কাছে বিশেষ ট্রেনের জন্য আবেদন জানিয়েছে। যদি তা পাওয়া যায় তাহলে তা খারকিভে আটকে পড়া শীক্ষার্থীদের উদ্ধার অনেকটা সহজ করে দেবে।
তিনি আরও বলেন ইউক্রেন সরকারের কাছে কেন্দ্রীয় সরকার দেশের পশ্চিমাঞ্চলে ভারতীয়দের নিয়ে যাওয়ার ব্যবস্থা করারও দাবি জানিয়েছে। তিনি আরও বলেন ইউক্রেন সরকার যেভাবে ভারতীয়দের উদ্ধারে সাহায্য করছে তাও যথেষ্ট প্রশংনীয়।
এদিন রাষ্ট্র সংঘে ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেছেন, রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদ যখন বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে তখন বোঝাই যাচ্ছে গোটা পরিস্থিতি খুবই কঠিন। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রাও একটি সংকটের মুখোমুখি রয়েছে। তাদের নিরাপত্তা রীতিমত ঝুঁকির মুখে পড়েছে।
রুশ হামলার পরে কী অবস্থা ইউরোপের বৃহত্তম পারমাণবিক চুল্লির, জানাল এটমিক এনার্জি সংস্থা
রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হিরো জেলেনস্কি, দেখে নিন তাঁর সেরা সাত পদক্ষেপ