সংক্ষিপ্ত
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে রণনীতি ধারণ করেছে তাঁর বিরোধিতা করতে দেখা গেছে অনেক দেশকেই যার কারণে তীব্র নিন্দার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার খোদ তাঁরই দেশের ব্যবসায়ী মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে যা দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রুশ ব্যবসায়ী অ্যালেক্স কোনানিখিন একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে 'গণহত্যার জন্য তিনি রুশ প্রেসিডেন্টকে জীবিত অথবা মৃত সামনে পেতে চান।'
ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে ক্রমশ আগ্রাসী রূপ ধারণ করেছে রাশিয়া (Russia)। সেখানে সাধারণ মানুষ থেকে নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে এই যুদ্ধের দাপট প্রাণ কেড়েছে দুই ভারতীয় ছাত্রের ও। একপ্রকার অসহায় হয়ে পড়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। এমত অবস্থায় রাশিয়ার এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ একাধিক পশ্চিমী দেশ। ভারত ও এই বিষয়ে নিরপেক্ষ থাকলেও দুপক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ অনুসরণ করতে বলেছে। তবে যুদ্ধ বিরতির তো কোনও সম্ভাবনাই নেই বরং একের পর পর এক শহরের উপর হামলা করছে রুশ সেনারা। এই অবস্থায় এক রুশ ব্যবসায়ীর পোস্ট ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে মুখ খুলেছেন এক খুশ রাশিয়ারই এক ব্যবসায়ী অ্যালেক্স কোনানিখিন। সম্প্রতি তাঁরই একটি পোস্ট চূড়ান্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) নামে এই ব্যবসায়ী ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার রেখেছেন। কী লেখা ছিল সেই পোস্টে? অ্যালেক্স কোনানিখিন (Alex Konanykhin) তাঁর পোস্টে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) একটি ছবির পাশে লিখেছেন, 'গণহত্যার জন্য পুতিনকে হয় জীবিত চাই নয় মৃত।' পাশাপাশি তিনি রাশিয়ার সেনা কর্মীদের অনুরোধ করেছেন যুদ্ধের মত এই ভয়ানক অপরাধ করার জন্য পুতিনকে বিচারের আওতায় নিয়ে আসা হোক।
আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা
আরও পড়ুন- 'ভারতকে S-400 মিসাইল সরবরাহে কোনও বাধা আসবে না' আশ্বাস বার্তা দিল রাশিয়া
শুধু তাই নয়, সেই পোস্টে তিনি পুতিনকে নিয়ে আসার জন্য পুরস্কার ও ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দেশের প্রতি সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে বিচারের অধীনে নিয়ে আসতে পারবে আমি তাঁকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেব।' এরপর রুশ প্রেসিডেন্টের গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, 'পুতিন আদতে রাশিয়ার প্রেসিডেন্টই নন। তিনি তো কেবল রাশিয়ায় অ্যাপার্টমেন্ট বিল্ডিং উড়িয়ে দেওয়ার একটি বিশেষ অভিযানের ফলস্বরূপ ক্ষমতায় এসেছিলেন, তারপর অবাধ নির্বাচনকে নির্মূল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন।'
অ্যালেক্স কোনানিখিন (Alex Konanykhin) এও বলেন যে, 'আমি ইউক্রেনে পুতিনের (Vladimir Putin) আক্রমণ প্রতিহত করার বীরত্বপূর্ণ প্রচেষ্টায় আমার সাহায্য সমসময় অব্যাহত রাখব।' যদিও অ্যালেক্সের এই পোস্টকে সহজভাবে নেওয়া হয় নি। কারণ এই পোস্টের কিছু সময় পরেই অ্যালেক্স (Alex Konanykhin) আর একটি পোস্ট করেন, যেখানে লেখা ছিল 'ফেসবুক আমার পোস্ট নিষিদ্ধ করেছে, আপনি কি মনে করেন এটি একটি সঠিক সিদ্ধান্ত ছিল?' যদিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছিল অ্যালেক্সের (Alex Konanykhin) সেই পোস্ট। পরবর্তীতে অ্যালেক্স (Alex Konanykhin) আবার একটি পোস্ট করে জানান, 'কেউ কেউ বলছেন যে আমি পুতিনকে হত্যার জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলাম। যেটা সঠিক নয়। যদিও এই ধরনের কাজ করলে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আনন্দিত হবে, তবে আমি শুধু পুতিনকে বিচারের আওতায় আনতে চেয়েছি।'