সংক্ষিপ্ত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia Crisis) ছায়া পড়ল, পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের (Yuri Gagarin)। ইউক্রেনে (Ukraine) হামলার জন্য রাশিয়াকে (Russia) জবাব দিতে, বিতর্কিত পদক্ষেপ নিল ইউএস স্পেস ফাউন্ডেশন (US Space Foundation)। 
 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia Crisis) ছায়া পড়ল, পৃথিবীর প্রথম মহাকাশচারীর উপরেও। ইউক্রেনে (Ukraine) হামলার জন্য রাশিয়াকে (Russia) জবাব দিতে, অসামরিক কোনও পথ ছাড়ছে না আমেরিকা (USA)। জো বাইডেন (Joe Biden) প্রশাসন এর আগেই একাধীক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জারি করেছিল। এবার, রাশিয়াকে আরও এক ধাক্কা দিতে এক বিতর্কিত পদক্ষেপ নিল ইউএস স্পেস ফাউন্ডেশন (US Space Foundation)। ফাউন্ডেশনের তহবিল সংগ্রহকারীর তালিকা থেকে বাদ দেওয়া হল, প্রখ্যাত সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিনের (Yuri Gagarin) নাম। প্রসঙ্গত, এই গ্যাগারিনই প্রথম মানুষ হিসাবে মহাকাশে পাড়ি দেওয়ার সাহস দেখিয়েছিলেন। 

ইউরি গ্যাগারিন ছিলেন সোভিয়েত রাশিয়ার বিমান বাহিনীর একজন পাইলট। সেই সময়, মহাকাশের বিজয় নিয়ে মার্কিন-সোভিয়েত স্নায়ুযুদ্ধ (US-Soviet Cold War) চলছিল। তার মধ্যেই ১৯৬১ সালের ১২ এপ্রিল, সোভিয়েত মহাকাশযানে চড়ে, গ্যাগারিন ১০৮ মিনিটের জন্য পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। সেটাই ছিল প্রথম কোনও মানুষের মহাকাশে পাড়ি দেওয়া। পরে তাঁকে 'অর্ডার অফ লেনিন' (Order of Lenin), 'হিরো অফ সোভিয়েত ইউনিয়ন' (Hero of the Soviet Union) এবং 'পাইলট কসমোনট অফ সোভিয়েত ইউনিয়ন'-এর (Pilot Cosmonaut of the Soviet Union) মতো সম্মানিয় উপাধিতে ভূষিত করেছিল তাঁর দেশ। 

আরও পড়ুন - কখনও 'নমনীয় নারী', কখনও ধনকুবের যুবতী - পুতিনের অবৈধ সন্তানের সংখ্যাই পাঁচ

আরও পড়ুন - ইউক্রেনে ভয়ঙ্কর মানুষ গলানো বোমা বর্ষণ করছে রাশিয়া, ভিডিও দেখে কাঁপছে গোটা বিশ্ব

আরও পড়ুন - 'হিন্দুস্তান কো দাদ দেতা হুঁ', পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে যেন 'মরণকালে হরিনাম'

সেই সোভিয়েত ইউনিয়ন (Soviet Union) আর নেই। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। পড়ে আছে রাশিয়া। বর্তমানে, ইউক্রেনের উপর রুশ হামলায় কারণে মস্কোর (Moscow) উপর ক্ষুব্ধ প্রায় গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বহু দেশ রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং যত দিন যাচ্ছে এই ধরণের পদক্ষেপের সংখ্যাও বাড়ছে। এরইমধ্যে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ইউএস স্পেস ফাউন্ডেশন। ইউরি গ্যাগারিনের নামে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল 'ইউরি নাইট' (Yuri Gagarin)। তবে, ইউক্রেনে রুশ হামলার পর, সেই অনুষ্ঠানের নাম বদলে রাখা হল 'সেলিব্রেশন অফ স্পেস' (Celebration of Space)। 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই অনুষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। তারা আরও বলেছে, ইউক্রেনে হামলার জন্যই তারা রাশিয়ার বিরোধী অবস্থান নিয়েছে। এই বিষয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে তারা সমর্থন করে। আর এই কারণে তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানের নাম থেকে ইউরি গ্যাগারিনের নাম বাদ দেওয়া হয়েছে। 

তবে, এই তহবিল সংগ্রহের ইভেন্টের উদ্দেশ্য হল, মহাকাশে মানব সভ্যতার অর্জিত সাফল্যগুলিকে উদযাপন করা এবং পরবর্তী প্রজন্মকে মহাকাশে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করা। সেই ইভেন্ট থেকে, যে ব্যক্তি প্রথম মহাকাশে ভ্রমণ করেছিলেন, তাঁর নামই মুছে ফেলার যৌক্তিকতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ মাথায় রেখেও অনেকেই বুঝতে পারছেন না।

১৯৬১ সালের ১২ এপ্রিল যখন ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাকাশে গিয়েছিলেন, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর। তখনও পর্যন্ত সম্পূর্ণ অজানা মহাকাশ পথে,  ৪০ হাজার ৮৬৮ কিলোমিটার  পাড়ি দিয়েছিলেন তিনি। সেই সময়ে, প্রথম কারা মহাকাশে পৌঁছাবে, তাই নিয়ে প্রতিযোগিতা চলছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। গ্যাগারিন মহাকাশ থেকে ফিরে পৃথিবীতে পা রাখার সঙ্গে সঙ্গেই সোভিয়েত রাশিয়ার বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর ১২ এপ্রিল তারিখটিকে আন্তর্জাতিক মানব মহাকাশ উড়ান দিবস (International Day of Human Space Flight) হিসাবে পালন করা হয়।