সংক্ষিপ্ত
US Visa Policy: বিদেশি নাগরিকদের জন্য আবারও কঠোর নীতি নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে গেলে মানতে হবে একটি নিয়ম।
US Visa Policy: বিদেশি নাগরিকদের জন্য আবারও কঠোর নীতি নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে গেলে মানতে হবে একটি নিয়ম। বিদেশিদের বৈধ ভিসা থাকলেও সেই নিয়মটি মেনে চলতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে থাকে হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ একটি হুঁশিয়ারিও দিয়েছেন আমেরিকায় বসবাসকারী বিদেশী নাগরিকদের উদ্দেশ্যে। বিশেষ করে যারা ৩০ দিনের বেশি সেই দেশে বসবাস করছে।
মার্কিন প্রাশাসন জানিয়েছে, ভাসা থাকা সত্ত্বেও ৩০ দিনের বেশি যেসব নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদের অবশ্যই সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে। না হলে দিতে হবে মোটা টাকা জরিমানা। শুধু তাই নয়, যারা এইচ-১বি ভিসা বা পডু়য়া ভিসায় আমেরিকায় রয়েছে তাদেরও এই নিয়ম মানতে হবে।
হোমল্যান্ড নিরাপত্তা দফতর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, যে বিদেশি নাগরিকরা ৩০ দিনের বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছে, তাদের সরকারের কাথে নাম নথিভুক্ত করাতে হবে। না করাতে জরিমানা দিতে হবে। নাম নথিভুক্ত না করাতে সংশ্লিষ্টের জেল বা জেল আর জরিমানা দুই হতে পারে। মার্কিন প্রশাসন আরও জানিয়েছেন, নিয়ম না মানলে সংশ্লিষ্টকে কালো তালিকাভুক্ত করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার পথ চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে। এই পোস্টে ট্রাম্পের দফতরকে ট্যাগ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের ওপর যথেষ্ট প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকায় অভিবাসীদের সন্তানের বয়স ১৪ পার হলে তাদেরও সরকারি দফতরে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। আঙুলের ছাপ দিতে হবে। অভিবাসীদের সন্তানদের বয়স ১৮ পার হলে তাদের সবসময় আমেরিকায় বসবাসের বৈধ নথি সঙ্গে রাখতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।