- Home
- World News
- United States
- আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে বসছে নয়া দিল্লি, ট্রাম্প উপদেষ্টার মন্তব্যে শোরগোল
India USA Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুুক্তি নিয়ে কী তাহলে এবার নয়া দিল্লির সঙ্গে এক টেবিলে বসতে চলেছে আমেরিকা? ট্রাম্পের বাণিজ্য সচিব নাভারের মন্তব্যে তেমনটাই মিলেছে ইঙ্গিত। বিশদে জানুুন…

ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক
আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারতের আলোচনার টেবিলে আসার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী পিটার নাভারো। সম্প্রতি দিল্লিতে ভারত-মার্কিন বাণিজ্য বৈঠকের আগে বিস্ফোরক দাবি করলেন তিনি। নাভারোর এই মন্তব্য দু'দেশের মধ্যে আসন্ন বাণিজ্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আলোচনার টেবিলে ভারত-আমেরিকা
পিটার নাভারো বলেন, ‘’ভারত নিজেই আলোচনার জন্য এগিয়ে আসছে।'' তবে তার এই দাবির পিছনে কী কী কারণ রয়েছে, সে বিষয়ে অবশ্য তিনি স্পষ্ট ভাবে কিছু জানাননি। তবে তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা কমানোর জন্য নতুন করে আলোচনা শুরু হতে চলেছে। এর আগে উভয় দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার প্রত্যুত্তরে ভারতও কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে।
কমেছে ভারতীয় পণ্যের রফতানির পরিমাণ
এই বিষয়ে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন যে, মঙ্গলবার নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা হতে চলেছে। বাণিজ্য চুক্তি নিয়ে এক টেবিলে আসছে বারত-আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য রফতানির ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার কয়েক সপ্তাহ পর এই আলোচনা হচ্ছে। এদিকে এই শুল্ক নীতির কারণে অগাস্ট মাসে ভারতের রফতানি গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
কী বলছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের সচিব?
ভারতে, বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব এবং প্রধান মধ্যস্থতাকারী রাজেশ আগরওয়াল নিশ্চিত করেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা 'দ্রুততর' করবে। তিনি এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান, কিন্তু বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
মঙ্গলে বাণিজ্য আলোচনা
এই বিষয়ে রাজেশ আগরওয়াল আরও জানান যে, দক্ষিণ এশিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ মঙ্গলবার দিল্লিতে এক দিনের সফরে আসছেন এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। ফলে বাণিজ্য চুক্তি নিয়ে ফের আলোচনায় বসতে পারে দুই দেশ।

