আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের তাবড় শিল্পপতি, বিনিয়োগকারী ও নোবেল বিজয়ীদের সঙ্গে বৈঠক করলেন মোদী। মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রখ্যাত বিনিয়োগকারী এবং বিশ্লেষক রে ডালিও। তিনি বলেন, ‘সময় এসেছে এখন ভারতের সম্ভাবনা প্রচুর’
আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এক্সপার্ট গ্রুপের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আমেরিকার গ্রুপ অফ একাডেমিকস এবং গ্রুপ অফ হেলথ কেয়ার এক্সপার্টসদের সাথেও আলোচনা হয়েছে তাঁর।
সফরের শুরুতেই বিশ্বের তাবড় শিল্পপতি তথা বিনিয়োগকারী ও নোবেল বিজয়ীদের সঙ্গে বৈঠক করলেন মোদী। তাঁর সঙ্গে বৈঠকের পর অত্যন্ত ইতিবাচক হতে দেখা গেছে বিনিয়োগকারীদের।
আন্তর্জাতিক যোগ দিবস পালনে আজ মেতেছে বিশ্ব। ভারতে সাড়ম্বরে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। যোগ দিবসের দিন আমেরিকায় তাঁর সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাষ্ট্রপুঞ্জে নিউ ইয়র্কের সদর দফতরে তিনি যোগ দিবসে অংশ নিচ্ছেন।
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর অত্যন্ত উচ্ছ্বসিত এবং উৎসাহী হতে দেখা গেল বিশ্বের ১ নম্বর ধনকুবের এলন মাস্ককে। ভারতে বিনিয়োগ করা নিয়ে অত্যন্ত ইতিবাচক টেসলা কর্তা।
ভারতীয় সময় অনুযায়ী, ২০ জুন রাত ১০টা নাগাদ জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণ করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতীয় প্রবাসীরাও উপস্থিত ছিলেন। প্রথম রাষ্ট্রীয় সফরে আমেরিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ বিমানে তিনি রওনা হলেন। বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী তাঁর আমেরিকা সফরের বিস্তারিত কর্মসূচির কথা জানান সোশ্যাল মিডিয়ায়।
এর আগেও যখন মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও দেখা গিয়েছিল বিশ্বের অন্যতম সেরা সব উদ্যোগপতিদের সঙ্গে তাঁকে বৈঠক করতে। এবারও তার অন্যথা হচ্ছে না। জানা গিয়েছে নিউ ইয়র্কে ২১ জুন হবে বৈঠক।
প্রধানমন্ত্রী মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি সরকারী সফর করেছেন, তবে এই প্রথমবার তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছে। সেখানে খোদ বাইডেন তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
মোদীর আমেরিকা সফরকালে নিউ ইয়র্কে তাঁর সঙ্গে দেখা করতে পারেন টেসলা কর্তা এলন মাস্ক।