- Home
- World News
- United States
- কবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস? দিনক্ষণ জানিয়ে দিল নাসা
কবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস? দিনক্ষণ জানিয়ে দিল নাসা
- FB
- TW
- Linkdin
২০২৫ সালের ফেব্রুয়ারির আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে আসতে পারছেন না সুনীতা উইলিয়ামস
এ বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর। তাঁরা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসতে পারেন।
আরও পাঁচ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই গবেষণা চালিয়ে যাবেন সুনীতা ও উইলমোর
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর আরও পাঁচ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন।
সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোরকে ফিরিয়ে আনতে নাসাকে সাহায্য করবেন ইলন মাস্ক
ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর।
নাসার বোয়িং ক্রু ফ্লাইট টেস্টের জন্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন দুই মহাকাশচারী
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি পরীক্ষা করা এবং মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন নাসার দুই মহাকাশচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ঝুঁকি নিতে নারাজ নাসা
নাসা অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছেন, ‘মহাকাশে যাতায়াত সবসময়ই ঝুঁকির। সবচেয়ে নিরাপদ মহাকাশযাত্রাতেও ঝুঁকি থাকে।’
সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোরকে নিরাপদেই পৃথিবীতে ফিরিয়ে আনতে চাইছে নাসা
বিল নেলসন জানিয়েছেন, ‘আমরা নিরাপদেই বাচ ও সুনীকে ফিরিয়ে আনতে চাই। এই কারণেই ওদের এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখে দিচ্ছি।’
দুই মহাকাশচারীকে ছাড়াই পৃথিবীতে ফিরে আসছে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযান
শনিবার নাসার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী মাসে পৃথিবীতে ফিরে আসছে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযান। তবে মহাকাশচারীরা এখনই ফিরে আসছেন না।
দীর্ঘদিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকায় সুনীতা উইলিয়ামসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে
প্রায় তিন মাস হয়ে গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন সুনীতা উইলিয়ামস। আরও পাঁচ মাস তাঁকে সেখানেই থাকতে হবে। ফলে এই মহাকাশচারীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
মানবহীন মহাকাশযান ফিরিয়ে আনার মাধ্যমে স্টারলাইনারের কার্যক্ষমতা পরীক্ষা করে দেখতে চাইছে নাসা
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় স্টারলাইনার কেমন কাজ করে, সেটা দেখে নিতে চাইছে নাসা ও বোয়িং।
স্টারলাইনার মহাকাশযান থেকে হিলিয়াম লিক করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে
সুনীতা উইলিয়ামসদের নিয়ে মহাকাশযান যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছিল, তখন হিলিয়াম লিকের কথা জানা যায়। ৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময় স্টারলাইনার মহাকাশযানে কিছু যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। এই কারণে উদ্বেগ তৈরি হয়েছে।
সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোরের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখছেন নাসার ইঞ্জিনিয়াররা
স্টারলাইনার মহাকাশযানের সুরক্ষার বিষয়-সহ যাবতীয় খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন নাসার ইঞ্জিনিয়াররা।
মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের সুরক্ষা নিয়ে ভারতীয়রাও উদ্বেগ প্রকাশ করছেন
ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের জন্য তাঁর পরিবারের পাশাপাশি ভারতীয়রাও প্রার্থনা করছেন।