Trump Mobile: এবার ফোনের বাজারে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। আসছে নতুন মোবাইল ফোন।
Trump Mobile: দেশ চালানোর পাশাপাশি তিনি নিজের সংস্থার ব্যবসাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে রয়েছে শিল্পপতি তকমা। এবার সেই পথে হেঁটেই স্মার্টফোনের দুনিয়ায় পা রাখল ডোনাল্ড ট্রাম্পের সংস্থা (trump mobile phone service)।
সরাসরি অ্যাপেলকে চ্যালেঞ্জ জানাতে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’। বলা চলে, এবার মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখতে চলেছে ট্রাম্প পরিবার। উল্লেখ্য, গত সোমবার, এই সংক্রান্ত একটি তথ্য সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। তিনি বলেন, আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ। ‘মেক আমেরিকা ফার্স্ট এগেইন’, এই নীতিকে সামনে রেখেই ট্রাম্প মোবাইল ম্যানুফ্যাকচার করা হবে আমেরিকার মাটিতে (trump mobile phone)।

অর্থাৎ, দেশের মাটিতেই তৈরি করা হবে কল সেন্টার
আমেরিকাবাসীর কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোনটি। যার দামও হবে অত্যন্ত সস্তা। উন্নতমানের মোবাইল পরিষেবা সহ এই ফোনটি মাত্র ৪৯৯ ডলার খরচ করেই কেনা যাবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের মধ্যে অ্যাপলের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্পের। এমনকি, অ্যাপেলকে ভারতে ব্যবসা না করার জন্য হুমকিও দিয়েছিলেন খোদ ট্রাম্প। সেই হুঁশিয়ারির পর এবার অ্যাপেলকে সোজা টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়াতে ট্রাম্পের সংস্থার পা রাখা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
এদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর থেকেই তাঁর ব্যবসা যেভাবে বেড়ে উঠেছে, তাতে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে বিরোধী শিবির। গত ২০২৪ অর্থবর্ষে, ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন তিনি। তার মধ্যে বেশিরভাগটাই আবার এসেছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। তাছাড়া গলফ ক্লাব এবং রিসর্টের ব্যবসা থেকেও রীতিমতো ফুলেফেঁপে উঠেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
তবে ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতেই দিয়েছেন। কিন্তু আয়ের সুবিধাভোগী ট্রাম্প এখনও নিজেই আছেন। যার জেরে বিতর্ক যেন আরও বেড়েছে কয়েকগুণ। হোয়াইট হাউসের তরফ থেকে অবশ্য এখনও কোনওরকম মন্তব্য করা হয়নি এই বিষয়ে। কিন্তু আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনাকে রীতিমতো উদ্বেগজনক হিসেবেই দেখছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
এইসবের মাঝেই এবার মোবাইল ব্যবসাতে নামতে চলেছেন ট্রাম্প।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

