- Home
- World News
- United States
- Alaska Earthquake: পিছিয়ে যাচ্ছে সমুদ্র! আলাস্কায় তীব্র ভূমিকম্পের পরই জারি সুনামির সতর্কতা
Alaska Earthquake: পিছিয়ে যাচ্ছে সমুদ্র! আলাস্কায় তীব্র ভূমিকম্পের পরই জারি সুনামির সতর্কতা
Alaska Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা প্রদেশ। জারি হয়েছে সুনামির সতর্কতা। রিখটার স্কেলে কত ছিল ভূমিকম্পের মাত্রা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আলাস্কায় ভূমিকম্প
শক্তিশালি ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার উপকূল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এসে আশ্রয় নেয় সাধারণ মানুষ।
জারি সুনামির সতর্কতা
এদিকে আলাস্কায় তীব্র ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। যে কোনও সময় আছড়ে পড়তে পারে সামুদ্রিক ঢেউ। তাই জনগণকে আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
কখন হয় ভূমিকম্প?
সূত্রের খবর, বুধবার স্থানীয় সময়ে ১২টা ৩৭ মিনিট নাগাদ এই শক্তিশালী ভূমিকম্পটি হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, এর মূলকেন্দ্র ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট আইল্যান্ডের দক্ষিণে ৮৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ট থেকে ২০.১ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
সুনামি ওয়ার্নিং
এদিকে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার জোরাল ভূমিকম্প হওয়ার পরই দক্ষিণ আলাস্কা ও তার উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কার পামারে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে যে, সুনামি হবেই। এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
পিছিয়ে যাবে সমুদ্র!
সুনামির সতর্কতা জারির পাশাপাশি এও বলা হয়েছে যে, সুনামির প্রভাবে উল্টো দিকে পিছিয়ে যেতে পারে সমুদ্র। যারফলে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

