- Home
- World News
- United States
- কোভিড মামলায় মার্কিন আদালতে চিনের হার, জরিমানা দিতে হবে ২১ লক্ষ ৯১ হাজার ৫৮২ কোটি টাকা
কোভিড মামলায় মার্কিন আদালতে চিনের হার, জরিমানা দিতে হবে ২১ লক্ষ ৯১ হাজার ৫৮২ কোটি টাকা
কোভিড -১৯ সম্পর্কিত একটি মামলায় হিসেব ওলটপালট করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের।

কোভিড মামলা
কোভিড -১৯ সম্পর্কিত একটি মামলায় হিসেব ওলটপালট করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের।
বড় জয়
মর্কিন আদালতে চিনের বিরুদ্ধে মামলায় বড় জয় পেল মিসৌরি প্রশাসন।
বড় অঙ্কের ক্ষতিপুরণ
চিনের হারের কারণে চিনকে কয়েক কোটি কোটা টাকা জরিমানা দিতে হবে।
জরিমানার অঙ্ক
মার্কিন আদালত চিনকে ২৪০০ কোটি ডলার ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে। ভারতীয় মুদ্রায় ২১ লক্ষ ৯১ হাজার ৫৮২ কোটি টাকা।
মামলায় বিষয়
চিনের সরকারের বিরুদ্ধে করোনা অতিমারি চলাকালীন পিপিই কিট-সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের উৎপাদন, ক্রয় ও রফতানিতে বাধা দেওয়ার এবং সরঞ্জাম মজুদ করার অভিযোগ আনা হয়েছিল ওই মামলায়।
রায় ঘোষণা
করোনা মহামারিকালেই দায়ের করা হয়েছিল মামলা। প্রায় ৫ বছর পরে রায় ঘোষণা করেছে আমেরিকার এক ফেডারেল বিচারক।
বিচারকের মন্তব্য
মিসৌরির অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে দেওয়ার জন্য চিনের বিরুদ্ধে লড়াইয়ে এটি মিসৌরি তথা আমেরিকার জন্য একটি যুগান্তকারী জয়।
আদালতে গরহাজির চিন
যদিও এই মামলায় চিনের পক্ষ থেকে কেউ আদালতে উপস্থিত ছিল না। তারপরেও প্রায় এক তরফাই মামলার শুনানি হয়।
চিনকে হুঁশিয়ারি
বিচারপতি চিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'চিনের তরফে আদালতে কেউ হাজির হতে রাজি হননি, কিন্তু এর অর্থ এই নয় যে তারা অকথ্য দুর্ভোগ এবং অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ চালিয়ে পার পেয়ে যাবে। আমরা চিনের মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতিটি পয়সা আদায় করব।'
সোশ্যাল মিডিয়ায় পোস্ট
বিচারপতি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'ওহে চিন, তোমার কাছে মিসৌরি ২৪০০ কোটি ডলার পায়। আমরা আদালতে জিতেছি। টাকা মেটাও, না হলে আমরা মিসৌরিতে থাকা তোমাদের সম্পত্তি এবং কৃষি জমি বাজেয়াপ্ত করা শুরু করব।'

