সংক্ষিপ্ত

মু ডেং থাইল্যান্ডে শিশু পিগমি জলহস্তি। ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগেই একজন ভবিষ্যৎ দ্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

 

শুরু হয়ে গেছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন পর্ব। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস- কে জিতবে? কে হবে আগামী দিনে মার্কিন রাষ্ট্রপতি? জল্পনা গোটা বিশ্বজুড়ে। রিপাব্লিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস হলেন ডেমোক্র্যট প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অনেকেই ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছোট্ট জলহস্তির ভবিষ্যদ্বাণী। যা নিয়ে হৈচৈ শুরু হয়েছে বিশ্বজুড়ে।

গণ্ডারের জলহস্তি:

মু ডেং থাইল্যান্ডে শিশু পিগমি জলহস্তি। ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগেই একজন ভবিষ্যৎ দ্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেই শিশু জলহস্তি জানিয়ে দিয়েছে আগামী পাঁচ বছর কার হাতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাশ। কে হবে হোয়াইট হাউসের অধিশ্বর।

 

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পিগমি জলহস্তির ভিডিও। থাইল্যান্ড রাচাতে খাও খেও চিড়িয়াখানা থেকে ভিডিওটি শ্যুট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মু ডেং-এর সামনে দুটি তরমুজ রাখা হয়েছে। একটি লেখা ট্রাম্পের নাম, অন্যটিতে কমলা হ্যরিস। মু ডে ট্রাম্প লেখা তরমুজই বেছে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকেই দাবি করেছে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের ভাগ্যই খুলবে।

মু ডেংএর জন্ম ২০২৪ সালে। আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত সেলিব্রিটি এই ছোট্ট জলহস্তি। টিকটক ও ইনস্টগ্রামে প্রাই মু ডেংএর ভিডিও পোস্ট করা হয়। জলহস্তি শাবককে নিয়ে রীতিমত আগ্রহ রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি 'মুনওয়াক' নজর কেড়েছে ইন্টারনেটে।

এখন প্রশ্ন মু ডেং-এর করা ভবিষ্যদ্বাণী মিলবে কিনা। কারণ ইতিমধ্যেই অনেকেই জানিয়েছেন এবার মার্কিন নির্বাচনে পাল্লাভাবি ট্রাম্পের দিকে। কমলা হ্যারিস অনেক দেরীতে লড়াই শুরু করেছেন। যদিও কমলা হ্যারিসের পক্ষেও বিরাট জনমত রয়েছে। ফলাফল যানা যাবে বৃহস্পতিবারের মধ্যেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।