US President Donald Trump:সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামে একটি কোম্পানির সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবরের প্রায় ৬০ শতাংশ শেয়ার রয়েছে এই কোম্পানির হাতে
US President Donald Trump & Pakistan Relation:পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত রীতিমত কড়া বার্তা দিয়েছিল পাকিস্তানকে। ধ্বংস করে দিয়েছিল একের পর এক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানও কোনও রকম উস্কানি ছাড়াই নিয়ন্ত্রণ রেখা এলাকায় গোলা-গুলি বর্ষণ করেছিল। ভারত-পাকিস্তানে সীমান্তে বাড়ছিল উত্তেজনা। কিন্তু এই অবস্থায় ভারত-পাকিস্তান দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্য়ে নিজে থেকে নাক গলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউস থেকে প্রেস কনফারেন্স করে বলেন তিনি বলেছেন বলেই দুই দেশ যুদ্ধ বিরতিতে গেছে। তিনি আরও দাবি করেছেন, তিনি যুদ্ধ করলে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। আর সেই কারণেই নাকি যুদ্ধ বন্ধ হয়েছে। যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন কেন তিনি ভারত-পাকিস্তান্তের সম্পর্কের মধ্য়ে নাক গলালেন? শুধু ভারত বা পাকিস্তান নয়, এই প্রশ্ন গোটা বিশ্বের। তাতেই সামনে একটি পাকিস্তানে থাকা ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির কথা। অনেকেরই দাবি পারিবারিক সম্পত্তি রক্ষার জন্যই ট্রাম্প দুই দেশের উত্তেজনার মধ্যে নাক গলিয়েছেন।
ক্রিপ্টো ডিলঃ
সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামে একটি কোম্পানির সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবরের প্রায় ৬০ শতাংশ শেয়ার রয়েছে এই কোম্পানির হাতে। আর সেই কারণেই নিজের পরিবারের সম্পত্তি রক্ষার জন্য নাক গলিয়েছেন ট্রাম্প। এমনটাই মনে করেছে অনেকে।
সম্প্রতি 'পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল' এবং ডাব্লুএলএফের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এক চুক্তি। এদিকে কাউন্সিল সম্প্রতি বিন্যান্সের প্রতিষ্ঠাতা তথা বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের সিইও চ্যাংপেং ঝাওকে তার উপদেষ্টা হিসাবে নিয়োগ করে। এই কাউন্সিলের লক্ষ্য পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার ক্রিপ্টো রাজধানী করা। ক্রিপ্টো কাউন্সিলের বয়স যখন মাত্র একমাস, তখনই ডাব্লুএলএফের প্রতিনিধি দলের বেশ কয়েকজন কাউন্সিলে অন্তর্ভুক্ত হন। তাঁধের মধ্যে আছেন ট্রাম্পের গলফ বন্ধু স্টিভ উইটকফের ছেলে জ্যাকারি উইটকফ। জ্যাকারি পাকিস্তানে গিয়ে শেহবাজ এবং সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গেও দেখা করেছিলেন।
২২ এপ্রিল পহেলগাঁও হামলা হয়। আর ২৬ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তান ক্রিপ্টো চুক্তি করেছিল। পাকিস্তানের অর্থমন্ত্রকের বিবৃতিতে চুক্তিকে ডিজিটাল ফিনান্সে পাকিস্তান আগামী দিনে নেতৃত্ব দেবে এমনটাও দাবি করা হয়েছে।


