সংক্ষিপ্ত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ডেমোক্রেটিক পার্টির বড় অংশ চাইছে, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যেতে পারেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে। বাইডেন নিজে দাবি করছেন, তিনি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন। কিন্তু তাঁর পরিবারের সদস্যরাই সেটা চাইছেন না। তাঁরা এখন বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করছেন। ডেমোক্রেটিক পার্টির প্রচারের যাতে কোনওরকম ক্ষতি না হয় এবং বাইডেন সম্মানজনকভাবে বিদায় নিতে পারেন, সে বিষয়েই এখন আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যেই হয়তো বিডেনের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হতে পারে। বাইডেনের পরিবর্তে কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন, সেটা এখনও জানা যায়নি। মিশেল ওবামা প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।

রাজনীতি থেকেই বিদায় নেবেন বাইডেন

পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বাইডেন। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারানোই বাইডেনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলে রাজনীতি থেকেও পাকাপাকিভাবে বিদায় নিতে পারেন বাইডেন। তিনি নানা দিক থেকে চাপে আছেন। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য একেবারেই ভালো নেই। একান্ত পরিচিতদেরও চিনতে পারছেন না, অনেকের নাম ভুলে যাচ্ছেন, ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না বাইডেন। এইসব কারণে তাঁর পরিবারের সদস্যরা চাইছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যান।

বাইডেনের পরিবার হতাশ

বাইডেনের পরিবারের এক সদস্য দাবি করেছেন, ‘আমরা যাদের বন্ধু মনে করেছিলাম, তারা অনেক সম্মানজনকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার কথা বলতে পারত। একজন জনপ্রতিনিধি, যিনি এই দেশের জন্য অনেককিছু করেছেন, তাঁর সঙ্গে এরকম আচরণ করা যায় না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Joe Biden: স্ত্রী ভেবে অন্য মহিলাকে চুম্বন করতে যাচ্ছিলেন! কী হয়েছে জো বাইডেনের? দেখুন ভিডিও

Viral Video: একেই বলে 'রাখে হরি মারে কে?' ভাইরাল ভিডিওতে দেখুন কীভাবে একটুর জন্য বেঁচেছেন ট্রাম্প

কোভিডে আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি বাইডেন! স্বাস্থ্য রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই লক্ষণগুলি