- Home
- World News
- United States
- রাশিয়ার 'পোসাইডন' দেখে ভয়ে কাঁপছেন ট্রাম্প! তড়িঘড়ি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ আমেরিকার
রাশিয়ার 'পোসাইডন' দেখে ভয়ে কাঁপছেন ট্রাম্প! তড়িঘড়ি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ আমেরিকার
Trump On Nuclear Weapons: রুশ ক্ষেপণাস্ত্র দেখে ভয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তড়িঘড়ি আমেরিকাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

রুশ ক্ষেপণাস্ত্র নিয়ে দোটানায় ডোনাল্ড ট্রাম্প!
এশিয়া সফরের মাঝেই নিজের দেশের সামরিক দফতরকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়া পেজ ‘ট্রুথ সোশ্যালে’ একটি বার্তা পোস্ট করে এই কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, এখনই সময় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা নিরীক্ষা করা এবং সমস্ত কিছু যাচাই করে নেওয়া।
হঠাৎ কেন এই দাবি ট্রাম্পের
জানা গিয়েছে, সোমবারের পর বুধবারও নতুন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা করেছে রাশিয়া। বুরভেস্টেনিকের পর পোসাইডন সাবমেরিনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ফলে মস্কোর পাল্টা নিজেদের দেশের শক্তি প্রদর্শনে এবার পুতিনের সঙ্গে আসরে নামতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।
জিংপিংয়ের সঙ্গে বৈঠক
জানা গিয়েছে, বর্তমানে এশিয়ার একাধিক দেশে সফর করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিমধ্যে মালয়েশিয়া, জাপান হয়ে বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিংপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমেরিকার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে বিবৃতি দেন তিনি।
কী বললেন ট্রাম্প?
বৃহস্পতিবার ট্রাম্প আরও বলেন যে, ‘’আমেরিকার কাছে অন্য যে কোনও দেশের তুলনায় বেশি পরমাণু অস্ত্র রয়েছে। আমার প্রথম মেয়াদেই মজুত অস্ত্রের নবীকরণ এবং তার সংস্কারের মাধ্যমে এই সাফল্য এসেছে।''
US President Donald J trump posts, "The United States has more Nuclear Weapons than any other country. This was accomplished, including a complete update and renovation of existing weapons, during my First Term in office. Because of the tremendous destructive power, I HATED to do… pic.twitter.com/O4FbExQK8h
— ANI (@ANI) October 30, 2025
ট্রাম্পের দাবি কী?
এই বিষয়ে তিনি আরও বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চিন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে, তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে চলে আসবে।” ট্রাম্প এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, শুধু বলেছেন যে "প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।" ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। রিপাবলিকান প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির নেতারা এই প্রথমবার মুখোমুখি হচ্ছেন।

