দোকানের সামনে দাঁড়িয়ে হরিণ পরিবার নিয়েই যেন ঘুরতে এসেছে এক দল হরিণ দেখতে পেয়েই দোকানের মালিক দিলেন চকলেট-কুকিস এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দোকানের সামনে দাঁড়িয়ে খেতে দেখা যায় অনেক জন্তুকেই। কুকুর থেকে শুরু করে গরু, হামেশাই তাদের দেখতে পাওয়া যায় দোকনের সামনে খাবারের আশায় দাড়িয়ে থাকতে। এবার আরও একবার তেমনই ঘটনা দেখা গেল। তবে এবার গরু বা কুকুর। এবার এমনই কান্ড করতে দেখা গেল হরিণকে। 


দোকানের মধ্যে আচমকাই ঢুকে পড়ে হরিণ। আর এমনই ঘটনা ঘটেছে বিদেশের এক দোকানে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো শহরের একটি দোকানের মধ্যে হঠাৎই ঢুকে পড়ে কয়েকটি হরিণ। হরিণের এই পরিবারটি ঢোকা মাত্রই নজরে আসে দোকানের মালিকের। তবে মালিক যে একজন পশুপ্রেমী তা বলাই যায় কারণ হরিণ গুলোকে দেখতে পেয়েই তিনি তাদের চকো চিপস ও কুকিস খাওয়ান। আর সেই খাবার শেষ হতেই দোকান থেকে বেড়িয়ে যায় হরিণ পরিবারটি। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ, গিনেসবুকে নাম তুলে ভাইরাল আরব-কন্যা

আরও পড়ুন- বিশ্বের প্রথম কোভিড টিকা পেলেন ৯০ বছরের দিদিমা, তারপরই উইলিয়াম শেক্সপিয়ার

Scroll to load tweet…

আগেও এমন ছবি বহুবার দেখা গিয়েছে। খাবারের আশায় অনেক প্রনী জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। এবারও হয়ত খাবারের আশাতেই তারা সেখানে এসেছিল। তবে তাদের এই কান্ড ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।