ইরান-আফগান সীমান্তে পরিযায়ী বাসে বিধ্বংসী আগুন, শিশু সহ হত অন্তত ৭১
Afghanistan Migrants Death News: আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২১ জন। ইরান থেকে বিতাড়িত পরিযায়ী বাসে দুর্ঘটনা। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা
কাবুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭১ জন যাত্রী। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে। জানা গিয়েছে, কাবুল যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৭১ জন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হন ৭১ জন আফগানি নাগরিক। তারা সকলেই পরিযায়ী ছিলেন। ইরান থেকে বিতাড়িত হয়ে ফের কাবুলে ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক ও মোটর গাড়ির সংঘর্ষে বাসে আগুন লেগে যায়।
ঘটনায় দায়ি চালক
এদিকে মর্মান্তিক এই ঘটনার জন্য অনেকেই বাস চালককে দায়ি করেছেন। কেউ কেউ বলেছেন. বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। যারফলে এই দুর্ঘটনা। এদিকে ভয়ঙ্কর ওই দুর্ঘটনার মুহুর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
د اطفايې مسؤلين په ډير ليږ وخت کي د حادثی ځای ته ورسيدل خو متاسفانه په ژغورلو ونه توانيدل pic.twitter.com/cj3RhQc25H
— Ahmadullah Muttaqi | احمدالله متقي (@Ahmadmuttaqi01) August 19, 2025
ভাইরাল আগুন লাগার মুহুর্তের ভিডিয়ো
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাসের আগুন লাগার সেই মুহুর্তের ভিডিয়ো। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার মধ্যে কীভাবে দাউদাউ করে আগুন জ্বলছিল বাসটি।
গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটল দুর্ঘটনা
এদিকে দুর্ঘটনার খবরে ইরান সরকারের তরফে জানানো হয়েছে যে, বাসে থাকা সমস্ত যাত্রীই ছিল পরিযায়ী। তারা সকলে ইরান সীমান্ত পেরিয়ে ইসলামি কালা এলাকা থেকে বাসে উঠেছিল। কিন্তু হেরাত প্রদেশে পৌঁছনোর পরই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

