সংক্ষিপ্ত
খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে উত্তাল হয়েছে কানাডা। ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়েছে। এবার হয়তো এই হত্যাকাণ্ডের কিনারা হতে চলেছে।
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৩ ভাড়াটে খুনিকে গ্রেফতার করল কানাডার পুলিশ। ধৃতরা একটি হিট স্কোয়াডের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগেই ধৃতদের চিহ্নিত করা হয়। তাদের উপর নজরদারি চালানো হচ্ছিল। এবার তাদের গ্রেফতার করা হল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। ধৃতদের বিস্তারিত পরিচয়ও জানানো হয়নি। তারা কাদের হয়ে নিজ্জরকে খুন করেছে, সে বিষয়েও কিছু জানায়নি কানাডা পুলিশ।
২০২৩ সালে খুন নিজ্জর
২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খুন হয় নিজ্জর। গুরু নানক শিখ গুরুদ্বারায় প্রার্থনা সেরে বেরনোর পরেই খুন হয় সে। এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা। যদিও ভারতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। শুক্রবার কানাডার একাধিক প্রদেশে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই অভিযানেই গ্রেফতার হয় সন্দেহভাজন আততায়ীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হিট স্কোয়াডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গুলি চালানো, গাড়ি চালানো, নজরদারির কাজ করেছে বলে সন্দেহ করা হয়েছে। কানাডার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নিজ্জরের হত্যাকাণ্ড ছাড়াও এডমন্টনে ১১ বছর বয়সি একটি ছেলের হত্যাকাণ্ডের সঙ্গেও ধৃতরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ভারতের
সম্প্রতি টরন্টোয় খালসা ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ফের ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করে সরকারিভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
খালিস্তানি জঙ্গি নিজ্জরকে খুন করা আততায়ী রয়েছে কানাডাতেই! মিলল চাঞ্চল্যকর তথ্য
‘আমাকে খুনের ষড়যন্ত্র নস্যাৎ, প্রতিশোধ নিতে সংসদে হামলা চলবে’- খালিস্তানি জঙ্গি পান্নুর নতুন হুমকি