Philippines Earthquake: প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড ফিলিপাইন্স।  লাফিয়ে- লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Philippines Earthquake: মঙ্গলবার রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে জখম হয়েছে অন্তত ১৪৭ জন। শুধু তাই নয়, মঙ্গলবার রাতের এই ঘটনায় প্রশাসনের তরফে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে যে, ভুমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপাইন্সের উত্তর উপকূলের সেবু এলাকায়। এবং এটি স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ আঘাত হানে। শুধু তাই নয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.০০। 

Scroll to load tweet…

Scroll to load tweet…

এদিকে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা এলাকা। ধ্বংসস্তুপের মধ্যে আরও অনেকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।