সংক্ষিপ্ত
বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামুস-র ভবিষ্যদ্বাণী ২০২৫ সালের জন্য, ২০২৫ সাল যুদ্ধে যুদ্ধে কেটে যাবে। ইউরোপে একাধিক যুদ্ধ হবে। যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। প্রাণহানির মত ঘটনা ঘটবে।
নতুন বছর ২০২৫ সাল পড়তে আর মাত্র দুই মাস রয়েছে। কিন্তু তার আগেই সামনে এসেছে আগামী বছর নিয় ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী। বাবাভাঙ্গা ও নস্ট্রাডামাস- দুই কিংবদন্তী ভবিষ্যদ্রষ্টা প্রায় একই কথা কথা বলে গিয়েছিলেন। তাই বিষয়গুলি সত্যি হতেই পারে। কারণ এখনও পর্যন্ত দুজনের একটি ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়নি। বাবাভাঙ্গা ও নস্ট্রাডামসের কথা যদি সত্যি হয় তাহলে নতুন বছরে মানুষ দেখা পেতেই পারে ভিনগ্রহীদের। তবে বাকিগুলি সবই ধংসাত্মক। চলতি বছরও সত্য হয়েছে বাবাভাঙ্গার করা ভবিষ্যদ্বাণী। চার্লস ব্রিটেনের রাজা হবেন ২০২৪ সালে। এমনটাই ছিল তাঁরা বার্তা। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের ওপর আততায়ী হামলার কথাও বলা ছিল। ইউরোপে জঙ্গি হানার কথাও তাঁরা বলেছিলেন।
বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামুস-র ভবিষ্যদ্বাণী ২০২৫ সালের জন্যঃ
২০২৫ সাল যুদ্ধে যুদ্ধে কেটে যাবে। ইউরোপে একাধিক যুদ্ধ হবে। যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। প্রাণহানির মত ঘটনা ঘটবে। রশিয়া-ইউক্রেন ছাড়াও আরও দুটি দেশের মধ্যে যুদ্ধ বাধবে। যুদ্ধের কারণে মড়ক লাগতে পারে। দুটি বৈপ্লবিক অগ্রগতির কথাও বলেছেন। ভিনগ্রহীদের দেখা পাওয়া যেতে পারে। টেলিপ্যাথিতে বড় অগ্রগতি হবে। নাস্ট্রাদামুস ইউরোপে প্লেগের মত মহামারি দেখা যেতে পরে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। ব্রাজিলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং মারাত্মক বন্যা সহ বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছেন। এই প্রাকৃতিক বিপর্যয় সুদূরপ্রসারী হবে বলেও আশঙ্কা করেছেন।
এবার বাবা ভাঙ্গা ও নসট্রাদামুসের এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, তা ২০২৫ সালেই জানা যাবে। তবে ইতিমধ্যেই যুদ্ধে বিধ্বস্ত ইউরোপ। রাশিয়া -ইউক্রেন যুদ্ধ চলছে। অন্যদিকে ইজরায়েলের সঙ্গে একাধিক দেশের যুদ্ধ চলছে। মোটের ওপর আগুনের গোলার ওপর দাঁড়িয়ে রয়েছে ইউরোপ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।