ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে ১২৪ জনের মর্মান্তিক মৃত্যু। জনপ্রিয় বেসবল খেলোয়াড় ও ভিভিআইপিরাও নিহতদের মধ্যে আছেন। উদ্ধারকাজ চলছে জোরকদমে।

নাইট ক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ডোমিনিকার রিপাবলিকে। এই ঘটনায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জন। মৃতের তালিকায় আছে দেশের জনপ্রিয় বেশবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল-সহ আরও একাধিক ভিভিআইপি। আছেন একজন গায়ক এবং দুজন মেজর লীগ বেসবল তারকা।

জানা গিয়েছে, ডোমিনিকার রিপাবলিকের সেন্ট ডোমিঙ্গো শহরের জনপ্রিয় একটি নাইট ক্াব হল সেট জেট। সেখানে রবি পারেন নামে জনপ্রিয় এক শিল্পীর কনসার্ট চলছিল। শয় শয় মানুষ উপস্থিত হন সেখানে। এই কনসার্ট চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাইটক্লাবের ছাদ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ। দুর্ঘটনার পরই মৃতের সংখ্যা দাঁড়ায় ৭৯ জন। পরে তা বেড়ে হয়েছ ১২৪। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ঘটনায় মৃত্যু হয়েছে ডোমিনিকার রিপাবলিকের মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজোর। তিনি প্রাক্তন বেসবল তারকা নেলসন ক্রুজোর বোন।

উদ্ধারকালী দলের প্রধান জুয়ান মেনুয়েল মেন্ডেজ বলেন, প্রায় ৪০০ জন উদ্ধারকারী সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বহু মানুষ এখনও ভিতরে আটকে রয়েছেন। এই ধ্বংসস্তূপ থেকে শেষ মানুষটিকে উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না। জানা গিয়েছে, ড্রিল মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

এই ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে সমস্ত বিশ্বে। ঘটনাস্থলের ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। ঘটনাস্থলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখনে দেখা যাচ্ছে, গানের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ে। তারপরই সব অন্ধকার হয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১২৪ জনের। এই তালিকায় আছেন সাধারণ মানুষের সঙ্গে ভিবিআইপিরাও। ঘটনায় মৃত্যু হয়েছে ডোমিনিকার রিপাবলিকের মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজোর। প্রয়াত হয়েছেন ২ জন বেসবল স্টার। এখনও চলছে উদ্ধার কাজ। ড্রিল মেশিন দিয়ে কাজ হচ্ছে। এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে হবে মনে করছেন অনেকেই।