বৃহস্পতিবার ভোরে ভেনেজুয়েলায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.২। জুলিয়া প্রদেশের মেনে গ্রান্দে শহরে কেন্দ্রস্থল থাকা এই কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়।
ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। বৃহস্পতিবার ভোরে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে, আপাতত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। বৃহস্পতিবার ভোরে এমনটাই জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। তবে, ভূমিকম্প নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য রাখেনি ভেনেজুয়েলা সরকার।
ভূমিকম্পের খবর মুহূর্তে ছড়িয়েছে সারা বিশ্বে। জানা যাচ্ছে, ৬.২ মাত্রায় কম্পন হয় ভেনেজুয়েলাতে। প্রতিবেশী দেশ কলম্বিয়ার সীমান্ত এলাকাও কেঁপে ওঠে। আতঙ্ক ছড়ায় সর্বত্র। ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে সকলে। তবে কম্পনের মাত্রা ৬.২ হলেও তেমন কোনও ক্ষয় ক্ষতির খবর আসেনি।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুলিয়া প্রদেশের মেনে গ্রান্দে শহর। যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিমি পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৭.৮ কিমি (৫ মাইল)। মারাকাইবো হ্রদের পূর্ব উপকূলে অবস্থিতি মেনে গ্রান্দে শহর। এই শহরকে ভেনেজুয়েলার অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। এখানেই অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ভাণ্ডার মজুত আছে।
ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশ কলম্বিয়ার সীমান্ত এলাকাও কেঁপে ওঠে। ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সকলে। তবে, দুই দেশেই প্রাথমিক ভাবে কোনও ক্ষয় ক্ষতির খবর আসেনি।
এদিকে আবার পাঁচ দিন আগে রাশিয়ার ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষন অনুসারে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল সাত দশমিক আট। রাশিয়ার সরকার যদিও দাবি করে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক চার। প্রশান্ত মহাসাগরে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র উপকূল অঞ্চলে সম্ভাব্য জলোচ্ছ্বাসের সতর্কতা জারী করেছিল সে সময়। তবে, রাশিয়াতেও কোনও বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর আসেনি।
এবার কম্পন অনুভূত হল ভেনেজুয়েলায়। কম্পনের মাত্রা ছিল ৬.২। বৃহস্পতিবার ভোরে এমনটাই জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে।


