Ethiopia Volcano Eruption: বিমান সংস্থার তরফ থেকেই যাত্রীদের খুব তাড়াতাড়ি কান্নুরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
Ethiopia Volcano Eruption: ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরি। প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকার পর রবিবার, হটাৎ ঘুম ভেঙে গেছে সেই আগ্নেয়গিরির (ethiopia volcano eruption)। আর তার জেরে বদলে ফেলতে হয়েছে একাধিক বিমানের গতিপথ (ethiopia volcanic eruption)।
জেগে উঠেছে দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি
আর সেই সতর্কবার্তার জেরে, কেরালার কান্নুর থেকে সৌদি আরবের আবু ধাবির দিকে পাড়ি দেওয়া ইন্ডিগো-র বিমানও মুখ ঘুরিয়ে ফিরে এসেছে আহমেদাবাদে। এই প্রসঙ্গে বিমান সংস্থা ইন্ডিগো-র তরফ থেকে জানানো হয়েছে, কান্নুর-আবুধাবি ৬ই ১৪৩৩ বিমানটি ভয়াবহ অগ্ন্যুৎপাতের সতর্কবার্তা পেয়েই দ্রুত আহমেদাবাদে ফিরে এসেছে।
বিমান সংস্থার তরফ থেকেই যাত্রীদের খুব তাড়াতাড়ি কান্নুরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। শুধু এই বিমানই নয়, ঐ পথ দিয়ে যাতায়াত করা সমস্ত বিমানের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এয়ার ট্র্যাফিকের তরফে।
সোমবার, সন্ধ্যা থেকে পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করেছে ভারতের বিমান কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে একাধিক বিমানের গতিপথ বদলানোর কথাও ভাবা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
ইন্ডিগো-র বিমানও মুখ ঘুরিয়ে ফিরে এসেছে আহমেদাবাদে
আসলে রবিবার সকালে, হটাৎ করেই জেগে ওঠে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরি। পরিসংখ্যান বলছে, শেষবার প্রায় দশ হাজার বছর আগে হায়লি গুব্বি থেকে অগ্ন্যুৎপাত দেখা গেছিল।
তারপর থেকে এতদিন শান্ত ছিল। কিন্তু রবিবার, ঘুম ভাঙল আবার। পুরো কালো ছাইয়ের মোটা আস্তরণে ঢেকে যায় আকাশ। সেইসঙ্গে বেরোতে থাকে সালফার ডাই অক্সাইড গ্যাস। ছাইয়ের মেঘে ইতিমধ্যেই ওমান এবং ইয়েমেনের একাধিক অঞ্চল কার্যত, ঢেকে গেছে। সেইসব এলাকাতেও পরিবেশগত এবং বিমান চলাচল সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই।
এবার কেরালার কান্নুর থেকে সৌদি আরবের আবু ধাবির দিকে পাড়ি দেওয়া ইন্ডিগো-র বিমানও মুখ ঘুরিয়ে ফিরে এসেছে আহমেদাবাদে। এই প্রসঙ্গে বিমান সংস্থা ইন্ডিগো-র তরফ থেকে জানানো হয়েছে, কান্নুর-আবুধাবি ৬ই ১৪৩৩ বিমানটি ভয়াবহ অগ্ন্যুৎপাতের সতর্কবার্তা পেয়েই দ্রুত আহমেদাবাদে ফিরে এসেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


