সংক্ষিপ্ত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। অন্য সব সার্চ ইঞ্জিনকে পিছনে ফেলে দিয়েছে গুগল। কিন্তু মাঝেমধ্যে গুগল সার্চ ইঞ্জিনেও সমস্যা দেখা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সমস্যায় গুগল ব্যবহারকারীরা। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে গিয়ে তাঁরা সমস্যায় পড়েছেন। ব্রিটেনে ৩০০-রও বেশি গুগল ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা সমস্যায় পড়েছেন। গুগল ব্যবহারকারীরা জানিয়েছেন, সার্চ ইঞ্জিন কাজ করছে না। ডাউনডিটেক্টর জানিয়েছে, অনেকেই গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ফলে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা বিরক্ত হয়ে উঠেছেন। ব্রিটেনের চেয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি সমস্যায় পড়েছেন গুগল ব্যবহারকারীরা। বিশেষ করে নিউ ইয়র্ক, ডেনভার, কলোরাডো, সিটলের মতো অঞ্চলগুলিতে গুগল ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। ১,৪০০-রও বেশি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। তবে গুগল সার্চ ইঞ্জিনে সমস্যা হলেও, জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ, গুগল টকের মতো পরিষেবার ক্ষেত্রে কোনওরকম সমস্যার কথা জানা যায়নি।

'৫০২, দ্যাট ইজ অ্যান এরর'

ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুগল ব্যবহারকারীই জানিয়েছেন, তাঁরা যখন সার্চ ইঞ্জিনে কিছু দেখতে চাইছেন, তখন লেখা ফুটে উঠছে, '৫০২, দ্যাট ইজ অ্যান এরর। সার্ভারে সাময়িক সমস্যা দেখা যাচ্ছে। আপনার অনুরোধ পূরণ করা সম্ভব হচ্ছে না। দয়া করে ৩০ সেকেন্ড পর আবার চেষ্টা করুন।' এর বেশি কিছু হচ্ছে না। ডাউনডিটেক্টর জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০ জন গুগল ব্যবহারকারী জানিয়েছেন, গুগল ম্যাপ ব্যবহারের ক্ষেত্রে তাঁরা সমস্যায় পড়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়া পোস্টে বিরক্তি প্রকাশ করেছেন। গুগল সার্চ ইঞ্জিনে সমস্যার কথা জানাচ্ছেন অনেকে। 'এক্স' প্ল্যাটফর্মে 'হ্যাশট্যাগ গুগল ডাউন' ট্রেন্ডিং।

ভারতে সমস্যা নেই

ভারতে এখনও পর্যন্ত গুগল সার্চ ইঞ্জিনে সমস্যার কথা জানা যায়নি। কয়েক ঘণ্টার জন্য ইউটিউব অ্যাপে সমস্যা হয়েছিল, তবে বুধবারই সেই সমস্যা মিটে গিয়েছে। ফলে ভারতীয়রা স্বাভাবিকভাবেই গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UPI: ফ্রি ইউপিআই ব্যবহারের দিন শেষ! টাকা পাঠাতে সরকারের কাছে চার্জ চাইছে গুগল পে ও ফোন পে

Google: অন্য সংস্থায় কর্মীদের যাওয়া আটকাতে ৩০০ শতাংশ বেতন বাড়াচ্ছে গুগল

টাকা লেনদেনে গুগল পে-ই ভরসা? এই অ্যাপগুলি ফোনে থাকলেই বড় বিপদে পড়তে পারেন, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও